ফার্স্ট পারসন শুটিং গেমের একটি লিজেন্ড হল কল অফ ডিউটি। গেম পছন্দ করেন কিন্তু এই গেম খেলেননি এমন লোক বোধ হয় কমই আছে। আমরা যারা কল অফ ডিউটি খেলেছি, নিজেরাই প্রায় চরিত্র গুলোর সাথে মিশে যেতে পেরেছি। নিজেদেরই কাহিনির একটি অংশ মনে করেছি। কিন্তু আপনি কি জানেন এই চরিত্রগুলোর পেছনের আসল লোকগুলো কে? কার মুখে কার ভয়েস শুনে এসেছেন এতদিন? না দেখলে দেখে নিন...
কল অফ ডিউটি ৪: মডার্ন ওয়ারফেয়ার
১. সোপ ম্যাকটাভিস
মডার্ন অয়ারফেয়ার এর প্রধান চরিত্র সোপের ভয়েস দিয়েছেন বিখ্যাত টিভি সিরিজ গ্রে'স অ্যানাটোমি খ্যাত কেভিন ম্যাককিড।
২. ক্যাপ্টেন প্রাইস
ক্যাপ্টেন প্রাইসের কণ্ঠ দিয়েছেন বিখ্যা ব্রিটিশ টিভি অভিনেতা বিলি মুর
৩. গ্যাজ
গ্যাজ এর ভয়েস দিয়েছেন দি ব্যাঙ্ক জব খ্যাত ক্রেগ ফেয়ারব্রাস।
৪. সার্জেন্ট গ্রিগস
সার্জেন্ট গ্রিগস এর ভয়েস দিয়েছেন মার্ক গ্রিসবি
৫. নিকলাই
নিকলাই এর ভয়েস দিয়েছেন ভেন হোমবার্গ
মডার্ন ওয়ারফেয়ার ২
১. ঘোস্ট
গ্যাজ পরে ঘোস্টের এর ভয়েস দিয়েছেন দি ব্যাঙ্ক জব খ্যাত ক্রেগ ফেয়ারব্রাস।
২. সার্জেন্ট ফুলি
সার্জেন্ট ফুলির ভয়েস দিয়েছেন প্লাটুন এবং দি ক্রাশ খ্যাত কেইথ ডেভিড
৩. কর্পোরাল ডান
ডান এর ভয়েস দিয়েছেন সেভেন পাউন্ডস খ্যাত বেরি পেপার।
৪. জেনারেল সেপারড
জেনারেল সেপারডের ভয়েস দিয়েছেন টারমিনেটর ও এলিয়েন ভার্সেস প্রেডিটর খ্যাত ল্যান্স হেনরিকসেন
৫. ম্যাকারভ
ম্যাকারভ এর ভয়েস দিয়েছেন ব্লাক ডাউন খ্যাত রোমান ভারশাভস্কি
মডার্ন ওয়ারফেয়ার ৩
১. ইউরি
ইউরির ভয়েস দিয়েছেন দি এ টিম খ্যাত ব্রাইয়ান ব্লুম
২. ওয়ালক্রফট
গ্যাজ ও ঘোস্টের পর ওয়াল্ক্রফটের এর ভয়েস দিয়েছেন দি ব্যাঙ্ক জব খ্যাত ক্রেগ ফেয়ারব্রাস।
৩. গ্রিঞ্চ
গ্রিঞ্চ এর ভয়েস দিয়েছেন আই অ্যাম নাম্বার ফোর খ্যাত টিমোথি অলিফেন্ট
৪. স্যান্ডম্যান
স্যান্ডম্যানএর কন্ঠ দিয়েছেন ড্রাইভ এংরি, প্রিজনব্রেক অথবা ব্যাটম্যান খ্যাত উইলিয়াম ফিক্টনার।
কল অফ ডিউটি ব্লাক ওপস
১. অ্যালেক্স মেসন
অ্যালেক্স মেসন এর ভয়েস দিয়েছেন অ্যাভাটার ও টারমিনেটর খ্যাত স্যাম অরথিংটন।
২. বোম্যান
বোম্যান এর ভয়েস দিয়েছেন আইস কিউব
৩. এজেন্ট হাডসন
এজেন্ট হাডসন এর ভয়েস দিয়েছেন দি রক খ্যাত এড হ্যারিস
৪. উডস
উডস এর ভয়েস দিয়েছেন জেমস বারন্স
৫. ভেক্টর রেজনভ
ভেক্টর রেজনভ এর ভয়েস দিয়েছেন ব্যাটম্যান ও হ্যারি পটার খ্যাত গ্যারি অল্ডম্যান ।
পোস্ট উৎসর্গঃ আমার সহযোদ্ধা সাইমন ঘোস্ট রাইলি। তুমি মারা জাওনি, যেতে পারো না। ফিরে এস...
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৮