আপনারা দেখছেন নোবিতা রিফুর ব্লগ। এই ব্লগে এখন বাংলাদেশের বিজয় উপলক্ষে প্রচারিত হবে বিশেষ টক শোও, এতে উপস্থিত থাকছে এই যুগের একজন কোমলমতি ভাদা। আসুন আমরা তার সাক্ষাতকার সুনিঃ
-কেমন আছেন?
-পেহলেই আমি বলে দেই আমার বাহুত যেয়াদা দুখ হচ্ছে ইন্দিয়ার জন্য। ওরা এইভাবে বাদ হয়ে গেলো। মে ইসে মোটেও মেনে নিতে নেহি পারুঙ্গা...
-কেন বলুন তো?
- উফফ, ওদের প্লেয়ারগুলা এত্ত এত্ত কিউট, বিশেষ করে ভিরাট, ধনি , উফফ ওদের তো বাহুত কিউট লাগতেহে। ওদের মত কিউট সোনা সোনা প্লেয়ার বাদ পড়ে গেলো। দুঃখ লাগবে না?
-বাংলাদেশ ভালো খেলেই তো জিতেছে, দুঃখ করেন কেন?
-কি যে বলেন, শুনেছি আজকে দুষ্টু শ্রীলঙ্কার লোকেরা ইচ্ছা করে হেরেছে, সাকিব তামিম আমাদের জন্য ইচ্ছা করে আউট হবার পরেও দুষ্টু শ্রীলঙ্কা হেরে গেছে। আমাদের ইন্ডিয়ার স্যাটেলাইট মাঠের উপরে বৃষ্টি ফেলানর পরেও বলে বাংলাদেশিরা খেলা থামায় নাই, দুক্ষ কিউ নেহি লাগেগা বাতাউ? এতো দামই বৃষ্টি ব্যারথ গেলো।
-আপনি তো বাংলাদেশে জন্মগ্রহন করেছেন, তাইলে ইন্ডিয়ার জন্য এতো দুঃখ কেন?
- আর পুছেন না, বাংলাদেশের প্লেয়ারগুলো দেখেছেন কি সুরাত, দেখে মনে হয় একটাও ফেয়ার এন্ড হ্যান্ডসাম মাখে না,এই সুরাত নিয়ে ওরা গোল দেয় কিভাবে এইটাই তো বুঝি না আর ওদের প্লেয়ার দেখেন, একদম পেয়ার কি এক কাহানির অভয়ের মতন লাগে, ওদের তো চেহারা দেখেই জেতানো উচিত, ইস রেফারিগুলা এতো বেরাহাম কিউ?
-রেফারি? আপনি নিশ্চয়ই গোলমাল করছেন, বলেন তো আজকে কি খেলা ছিল?
-কেয়া? আপনি বলতে চাচ্ছেন কি খেলা আমি নেহি যানতা? আমি নিজে স্টেদিয়ামে গিয়ে খেলা দেকেচি।
-তবুও, বলেনতো কি খেলা দেখতে গিয়েছিলেন?
-ইয়ে মানে... হয়েছে কি, আমার পাশে একদাম গুরিয়াকি তারাহ সুন্দার এক আপুমনি বসেছিল, উনাকে দেখেই সময় শেষ। যখন উনাকে দেখা খাতাম হুয়া তখন দেখি কিছু দুষ্টু ছেলে "স্টপ বর্ডার কিলিং" ব্যানার নিয়ে দাড়িয়ে আছে। খেলা কি বিচ মে এইসব রাজনীতি কি বারদাস্ত হয় বলেন? গিয়ে ওদের ব্যানার কেড়ে নিলাম, আর এইসব গ্যাঞ্জাম করতে গিয়ে খেলার দিকে নজরি দিতে পারি নি
-ভাই এখন আমাদের জানান......
-আরে ভাই রাখেন আপনার জানান, বাদ মে জাইনেন, এখন তো আমার টিভি সিরিয়ালের টাইম হয়ে যাচ্ছে, এমনিতেই ঈন্ডীয়া হার গেয়া, ইস লিয়ে মনে যে দারদ পাইসি, এখন যদি এ রিশতা কেয়া কেহতেহে না দেখি আমি তো মরেই যাব, বাই......
[হিন্দি পড়তে অসুবিধা হইলে আমারও কিছু করার নাই, আমারও হিন্দি জ্ঞান শুন্য বলে তরজমা করতে পারলাম না

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১২ রাত ১:৩৮