ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনাকের একটি জায়গায় আটকিয়ে রাখা হয়েছে, এবং সেই জায়গায় আপনাকে কিভাবে আনা হলো তা আপনি কিছুই জানেননা, তখন আপনার কেমন লাগবে? ঠিক তেমনই একটি সিনেমা The Mill। ২০২৩ সালে রিলিজড হওয়া সিনেমার মধ্যে সবচেয়ে সাসপেন্সে ভরা সিনেমা হলো The Mill। প্রতিটা মুহুর্ত সাসপেন্সে ভরা। চমৎকারভাবে গল্পটা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে পরিচালক।
পরিচালকের আগের কোনো সিনেমা কেনো, তার নামই আমি এর আগে কখনো শুনি নাই। Sean King O'Grady হলো এই সিনেমার পরিচালক যার কাজ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। দেড় ঘন্টার এই সিনেমায় অভিনয় করেছে খুব বড়জোড় ৫ থেকে ৬ জন যার মধ্যে প্রধান চরিত্রে যিনি অভিনয় করেছে তার একক অভিনয়ই ছিল ৯০%। বাকিদের অভিনয় ছিল খুবই স্বল্প সময়ের জন্য।
Joe নামের এক ভদ্রলোকের হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। সে ঘুম থেকে উঠে দেখে তাকে যে জায়গায় বন্দি রাখা হয়েছে চারিদিকে শুধু উচু দেয়ালে ঘেরা যেখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। খোলা আকাশ কিন্তু সে যে দেয়াল টপকিয়ে পালাবে তার কোনই সুযোগ নাই। একটি লোহার দরজা রয়েছে যেখান থেকে তাকে খাবারের সময় খাবার দেওয়া হয়। খাবার ঠিক ততটুকুই দেওয়া যতটুকু তার প্রয়োজন। স্পীকার থেকে একজন কে কথা বলতে শুনা যায় যে Joe কে নির্দেশনা দেয় তার কাজের ব্যাপারে।
কাজটা হলো তাকে একটি ভাড়ী মিল বা চাকা ঘুড়াতে হবে। দিনে একটি নির্দিষ্ট পরিমাণে তাকে সেটি ঘুড়াতে হবে। সফল হতে পারলে সেখান থেকে সে বের হতে পারবে। আর না পারলে খুব খারাপ পরিণতি। সিম্পল গল্প কিন্তু চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে পরিচালক।
আমি ৯.৫/১০ দেব। আপনারা পারলে দেখবেন।আজকে ভোটের দিন। দরকার হলে ভোট দিয়ে এসে সিনেমাটি দেখতে পারেন।