আপনার কাছে যদি জীবনে সময়ের মূল্য না থাকে তাহলে আপনি অবশ্যই ২০২৩ সালের সবচেয়ে বোরিং ও গল্পছাড়া সিনেমা The Hunger Games: The Ballad of Songbirds & Snakes সিনেমাটি দেখে থাকতে পারেন। যে আশা নিয়ে দেখা শুরু করেছিলাম সিনেমাটি ঠিক তার চেয়ে কয়েকগুণ বেশী হতাশ হয়েছি। মনে হচ্ছিল পরিচালক খুব তাড়াতাড়ি করে সিনেমাটি বানাতে চেয়েছে।
সিনেমার মধ্যে ছিল না কোনো গল্প। ছিলনা কোনো ছন্দ। যখন যে দৃশ্য দেখাতে মন চেয়েছি পরিচালক তা দেখিয়েছে।
যারা যারা অভিনয় করেছে তাদের অভিনয় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তারা ভালই অভিনয় করেছে কিন্তু এরকম একটা সাদামাটা গল্পে কেনো তারা অভিনয় করতে গেলো সেটা বোধগম্য হচ্ছে না। এর আগে জেনিফার লরেন্স অভিনীত যেসব The Hunger Games সিনেমাগুলো হয়েছিল সেগুলো প্রত্যেকটারই গল্প ছিল চমৎকার।
ছবিটি কোনো সিকুয়েল নয় বরংচো এটি একটি প্রিকুয়েল। এই সিনেমায় মূলত দেখানো হয় The Hunger Games এর পেনাম নগরীর প্রেসিডেন্ট Coriolanus "Coryo" Snow-এর তরুণ জীবনের কাহীনি। সে কিভাবে প্রেসিডেন্ট হয়ে উঠে সেটার গল্প। কিন্তু সেই গল্প বলতে গিয়ে যে বোরিং করে ফেলেছে তা পরিচালক কেনো যিনি স্ক্রিপ্ট লিখেছেন তিনিও বুঝেননি। যাই হোক গল্প আসলে সবাই বলতে বা লিখতে পারেনা।
আমি ৫/১০ দেব। আপনাদের সময় থাকলে দেখতে পারেন।