কিছু সিনেমা আছে যা একবার কেনো বারবার দেখলোও খারাপ লাগাতো দূরের কথা, তৃপ্তি মিটবেনা। ১৯৮৪ সালের সিনেমা Amadeus হলো ঠিক সেরকই একটি সিনেমা। এই সিনেমাটি আমি মনে হয় প্রথম সেই ২০০৪--২০০৫ এর দিকে দেখেছিলাম। সেসময় আমি জার্মান ভাষা শিখছিলাম। আমার যিনি জার্মান টিচার ছিলেন তিনি একজন বাংলাদেশী। ওনার মতো উচুমানের শিক্ষক আমি খুব কমই দেখেছি। উনি একবার ক্লাসে আমাদের বললেন Amadeus সিনেমার কথা, Mozart কতো উচুমানের মিউজিক কম্পোজার ছিলেন তা জানতে হলে এই সিনেমা দেখা উচিত। তখনকার সময় সিডি-ডিভিডির যুগ। দোকান থেকে রেন্ট নিয়ে সিনেমা দেখা লাগতো। ঐ যে সেবার দেখেছিলাম এরপর আর দেখা হয়নি।
আমার পছন্দের পরিচালক Miloš Forman এর Amadeus সিনেমাটি আবারো দেখা হলো এবং প্রতিটি মূহুর্ত বেশ এন্জয় করছিলাম। চমৎকার একটি সিনেমা যা আমি মনে করি সব সিনেমা পাগলদের দেখা উচিত। Mozart, একজন বিখ্যাত ও প্রভাবশালী সুরকার ছিলেন এবং আমি মনে করি কম বেশী আমরা সবাই তার কোনো না কোনো সুর জীবনে একবার হলেও শুনেছি, তাকে নিয়েই সিনেমাটি নির্মিত হয়েছে।
বিখ্যাত এই শিল্পীর যেমন ছিল অসংখ্য ভক্ত ঠিক তেমনই তার শত্রু সংখ্যাও ছিল অনেক। তেমনিই একজন শিল্পী ছিলেন যার নাম সেলেইয়ারী। সে Mozart এর খ্যাতি একেবারেই সহ্য করতে পারতেন না। তাকে কিভাবে শেষ করা যায় সেটা নিয়েই তার চলতে থাকে পরিকল্পনা। উপর দিয়ে দেখায় সে Mozart এর ভক্ত কিন্তু তলে তলে সে Mozart এর চরম শত্রু।
এই সিনেমা সবার দেখা উচিত। আমি ৯.৫/১০ দেব। অসাধারন লেগেছে আরেকবার দেখে।