বহুদিন পর সিনেমা ব্লগ লিখতে বসলাম। গত দু'টা মাস একদমই সময় পাইনি সিনেমা রিভিউ লেখার। সিনেমা দেখা হয়েছে বেশ কয়েকটি তবে রিভিউ লেখা হয়নি। আজকে যে সিনেমা নিয়ে রিভিউ লিখবো তা ২০২৩ সালের একটি সিনেমা নাম: The Boogeyman। আমি এই সিনেমায় যারা অভিনয় করেছে তাদের নিয়ে কিছু বলবোনা, এই সিনেমার যিনি পরিচালক তার কাজ নিয়েও কিছু বলবোনা। আমি শুধু এতটুকু বলবো এই সিনেমার যারা প্রযোজক ছিলেন তারা কিসের আশায় বা কি দেখে এই সিনেমার পিছনে অর্থ ব্যয় করেছেন?
এই সিনেমাটি দেখে নিজের কাছে নিজেই প্রশ্ন করেছি যে তারা এতো অর্থ এই সিনেমার পিছনে না ঢেলে সমাজের অন্য কোনো ভালো কাজেওতো বিনিয়োগ করতে পারতেন? এই সিনেমার না আছে কোনো গল্প, না আছে কোনো দিক নির্দেশনা। তাই ভাবলাম যেহেতু দেড় ঘন্টার এই সিনেমা দেখে নিজের সময়ের বারটা বাজিয়েছি তাই সবাইকে একটু সতর্ক করে আসি যাতে এই সিনেমা দেখার আগে ১০ বার চিন্তা করে নেন। তবে আমি সিনেমা দেখা নিয়ে কাউকে নিরাশ করবোনা। সব ধরনের সিনেমাই দেখা উচিত আর যারা সিনেমাপ্রেমী তাদের সব ধরনের সিনেমাই দেখা উচিত যাতে তারা বুঝতে পারে কোন সিনেমা ভালো আর কোন সিনেমা খারাপ। আপনি যদি সিনেমা পাগল হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনারা এই সিনেমা দেখে নিজেরাই বলবেন কেমন লেগেছে আর আপনারা যারা সারাদিন কাজ করার পর, ক্লান্ত শরীরে যদি মনে করেন পরিবারের সবাইকে নিয়ে একটি ভালো সিনেমা দেখবেন তাহলে আমি বলবো আপনারা অন্য সিনেমা দেখুন, এই সিনেমা দেখে হতাশ হবেন।
আমি শুধু অপেক্ষায় ছিলাম কখন এই সিনেমাটি শেষ হবে। যাই হোক ২/১০ দেব এই সিনেমাকে। আপনারা নিজ দায়িত্বে দেখতে পারেন এই সিনেমা।