
সামু ব্লগে প্রায় এক বছর ধরে আছি। যদিও ২০১০ থেকেই আমি সামুর পাঠক। সামু থেকে অনেক কিছু পেয়েছি, যা হয়তো ব্লগে না আসলে পাওয়া হত না। সে হিসেবে আমি ব্লগের কাছে ঋণী। নিজেকে ব্লগার হিসেবে দাবি করার দুঃসাহস আমার নেই। তবে আমি নিজেকে ব্লগের একজন হিসেবে দাবি করতেই পারি, এই টুকু অধিকার আমার অবশ্যই আছে। মৌলিক কোন লেখাই আমি লেখি না। ব্লগিংটা আমার কাছে এখনো ফানের মধ্যে সীমাবদ্ধ। তবে আমার ইচ্ছা আছে ব্লগে কিছু লেখার, নিজের লেখা দিয়ে আমার ব্লগটা কে সুন্দর করে সাজাবার। আমি নিজেকে একজন শিক্ষানবিশ ব্লগার মনে করি!
সামুতে আমার প্রিয় ব্লগারদের নিয়ে আজকের এই পোস্ট....
অমি রহমান পিয়ালঃ এই নামটা স্রেফ একটা নাম না। এটা একটা আদর্শের নাম। যদিও ভুল ত্রুটি মানুষের হয়, কিন্তু এই মানুষটা আমার অনেক শ্রদ্ধার। যতদিন বাংলা ব্লগ বেচে থাকবে, ততদিন আমার মত হাজার/লক্ষ ব্লগার উনার আদর্শ নিয়ে ব্লগিং করবে।
ফিউশন ফাইভঃ ''বাংলা ব্লগের প্রবাদ পুরুষ'' বাংলা ব্লগ যে কয়েকজন ব্লগারকে নিয়ে গর্ব করতে পারে তিনি তার মধ্যে অন্যতম। ব্লগার বলতে যা বোঝায় তার সবটুকুই উনার মধ্যে বিদ্যমান। মানুষ হিসেবেও তিনি দারুন। আশা করি তিনি বাংলা ব্লগকে অনন্য উচ্চাতায় নিয়ে যাবেন। শুভকামনা প্রিয় ''ফিফা'' ভাইয়ের জন্য.......
নাফিস ইফতেখারঃ সামু ব্লগের রাজপুত্র বলা যায় উনাকে। অসাধারণ সেন্স অফ হিউমার। সামু ব্লগের প্রধান আকর্ষণ উনাকেই বলা যায়। উনার ব্লগ সামুর মূল্যবান সম্পদ। মানুষ হিসেবে তিনি ''দাদা হাতেম তাঈ'', উনার কাছে টেকি হেল্প চেয়ে এখন পর্যন্ত নিরাশ হইনি। শুভকামনা নাফিস ভাইয়ের জন্য.......
ইমন জুবায়েরঃ সামু ব্লগের বটগাছ বলা যায় উনাকে। আমার দৃষ্টিতে বাংলা ব্লগের শ্রেষ্ঠ ব্লগার উনি। উনার প্রত্যেকটা পোস্ট অসাধারণ। উনার গল্পগুলো আমার দারুন লাগে, বিশেষ করে উনার ভৌতিক গল্পগুলো।
দুর্যোধনঃ আমার সবচেয়ে প্রিয় রম্য লেখক। উনার কথা নতুন করে বলাআর কিছু নেই। সেন্স অফ হিউমার কাকে বলে উনার পোস্ট গুলো পড়লে বোঝা যায়। মন খারাপ থাকলে উনার ব্লগে গিয়া ঘুরাঘুরি করে অটোমেটিক মন ভালো হয়ে যায়।
আলিম আল রাজিঃ খুব প্রিয় একজন ব্লগার। উনার প্রত্যেকটা পোস্ট আমার কয়েকবার করে পড়া। উনার সেন্স অফ হিউমারও অসাধারণ। ইদানিং উনাকে খুব মিস করি।
নোমান নমিঃ একজন পরিপূর্ণ ব্লগার। গল্প/কবিতা/রম্য সবকিছতেই উনার অসামান্য দখল। উনার সব কিছু ভালো লাগে। আমি বেক্তিগত ভাবে উনাকে ফলো করি। মানুষ হিসেবে উনি প্রখর বেক্তিত্তের অধিকারী। আমার বিশ্বাস তিনি অনেকদূর এগিয়ে যাবেন।
বেঈমান আমিঃ ব্লগে আমার খুব প্রিয় একজন মানুষ। আমার এলাকার বড়ভাই। সামু ব্লগে সবচেয়ে বেশি উনিই এক্টিভ থাকেন। যদিও উনি মৌলিক পোস্ট লেখেন না, কিন্তু উনার সাধারণ জ্ঞানমুলক পোস্টগুলো সবার নিকট প্রিয়। মানুষ হিসেবে তুলনাহীন। শুভকামনা প্রিয় বেইমান ভাইয়ের জন্য....
চেয়ারম্যানঃ আমার খুব প্রিয় একজন রম্য লেখক। মানুষকে হাসানোর মত কঠিন কাজ যিনি সাবলীলভাবে করতে পারেন। উনার পোস্ট মানে বিশেষ কিছু। উনার গল্প লেখার হাতও দুর্দান্ত।
ধুসরধ্রুবঃ আমার ভার্চুয়াল বড়ভাই। ফেসবুকের জনপ্রিয় একজন এডমিন, ব্লগার হিসেবেও তিনি দারুন। আশা করি তিনি ব্লগে নিয়মিত হবেন।
নিশাচর ভবঘুরেঃ দারুন একজন লেখক। উনার সহজ ভাষায় লেখা গল্প/কবিতাগুলো মন ছুয়ে যায়। মানুষ হিসেবে তিনি চমৎকার। ব্লগে আমার প্রিয় মানুষদের একজন।
কবি ও কাব্য ঃ অনেক সুন্দর মনের একজন মানুষ, আমার খুব প্রিয় একজন ব্লগার। তার প্রতিবাদি কবিতা গুলো আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। বাংলা গানের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। আশা করি তিনি তার পরিশ্রমের প্রতিদান একদিন পাবেন। তার জন্য অনেক শুভকামনা.........
কামরুল হাসান শাহিঃ চমৎকার একজন কবি। আমার খুব প্রিয় একজন বড়ভাই। সবাইকে উৎসাহ দিতে উনার কোন জুড়ি নেই।
জিশান শা ইকরামঃ আমাকে সামুতে সবচেয়ে বেশি উৎসাহ দাতা। আমার অত্যন্ত প্রিয় একজন ব্লগার। যদিও উনার বিরুদ্ধে অনেকের নানা অভিযোগ আছে। কিন্তু আমি বিশ্বাস করি উনি সমস্ত ভুলত্রুটি শুধরে আবার নতুনভাবে ব্লগিং শুরু করবেন। তার জন্য শুভকামনা সবসমেয়ের জন্য............
জাতির নানাঃ দারুন একজন মানুষ। উনার রম্যগুলো অনেক ভালো লাগে। উনার বুদ্ধিদীপ্ত মজার কমেন্টগুলোর দারুন ভক্ত আমি। আমার কাছে উনার কমেন্ট মানে আলাদা কিছু।
রাজ সোহানঃ প্রিয় একজন ব্লগার। উনার সেন্স অফ হিউমারও দারুন।
শিপু ভাইঃ ব্লগফিল্মের জনক। খুব প্রিয় একজন ব্লগার। অত্যন্ত ভালো একজন মানুষ।
প্লিওসিন অথবা গ্লসিয়ারঃ হার্টথ্রুব কবি। এককথায় দুর্দান্ত লেখেন উনি।
হাছুইন্যাঃ প্রিয় একজন মানুষ। দারুন যুক্তিবাদি। খুব ভালো লাগে উনাকে।
রুদ্র প্রতাপঃ প্রিয় একজন ব্লগার। ইদানিং উনাকে ব্লগে বেশি দেখা যায় না।
চাঁপাডাঙার চান্দু ঃ ব্লগের অন্যতম সেরা উদিয়মান ব্লগার। উনার ইতিহাস সমৃদ্ধ পোস্টগুলো ভিশন ভালো লাগে।
তীর্থযাত্রীঃ খুব প্রিয় ব্লগার। উনার পোস্টগুলি অসাধারণ। আশা করা যায় উনি অনেকদুর এগিয়ে যাবেন।
লিন্কিন পার্কঃ প্রিয় একজন মানুষ, উনার সেন্স অফ হিউমার মাঝে মাঝে আমাকে মুগ্ধ করে দারুনভাবে।
ইশতিয়াক আহমেদ চয়ন ঃ খুব প্রিয় একজন রম্য লেখক। ব্লগার হিসেবে দুর্দান্ত। মানুষ হিসেবেও তিনি খুব ভালো।
দেশি পোলাঃ খুব প্রিয় একজন ব্লগার। মিস করি তাকে খুব।
সহচরঃ এলাকার বড়ভাই, খুব ভালো একজন ব্লগার।
মামুন হতভাগাঃ খুব প্রিয় একজন ব্লগার। ব্লগে সবচেয়ে প্রিয়দের একজন।
জাহিদুল হাসানঃ খুবই ভালো একজন মানুষ। তার ছোট্ট একটা রাজকন্যা আছে। শুভকামনা জাহিদুল ভাইয়ের জন্য.......
নিমচাদঃ প্রখর ব্যাক্তিত্তসম্পূর্ণ এবং খুব ভালো একজন মানুষ। উনার জন্য অনেক শুভকামনা................
টিভি পাগলাঃ ব্লগের অন্যতম সেরা সেন্স অফ হিউমার ধারী। আমি যে কয়েকজন ব্লগারের পোস্টের অপেক্ষায় থাকি তার মধ্যে উনি অন্যতম।
শায়মাঃ ব্লগের প্রিয় আপু, খুব ভালো লাগে তাকে। উনার কমেন্টগুলো খুব মায়াভরা থাকে।
মাহমুদা সোনিয়াঃ খুব ভালো একজন ব্লগার। ব্লগার টিপুকে নিয়ে দেওয়া পোষ্টটা আমার পড়া অন্যতম সেরা পোষ্ট। অনেক শুভকামনা প্রিয় সোনিয়া আপুর জন্য.........
আকাশটা লালঃ খুব প্রিয় একজন ব্লগার। উনাকে খুব মিস করছি। আশা করছি উনি খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন।
জেনারেশন সুপারস্টারঃ প্রিয় একজন ব্লগার। মানুষ হিসেবেও তিনি দারুন।
তন্ময়০১৩ঃ প্রিয় বড়ভাই। ইদানিং তিনি আগের মত ব্লগে এক্টিভ না।
সাকিন উল আলম ইভানঃ খুব ভালো একজন মানুষ। ব্লগার হিসেবেও তিনি খুব ভালো।
লিঙ্কনহুসাইনঃ সদা হাস্যউজ্জ্বল থাকেন। খুবই চমৎকার একজন মানুষ।
~মাইনাচ~ ঃ আমার খুব প্রিয় ভাই। আমার এই ভাইটা চোখের প্রবলেমের কারনে ইদানিং নেটজগত থেকে দূরে আছে। ভালো থেকো ভাই, খুব দ্রত আমাদের মাঝে ফিরে এসো।
মশিউর মামাঃ অসাধারণ একজন ব্লগার। অত্যন্ত রসিক একজন মানুষ তিনি। খুব ভালো তাকে।
প্রিন্স অফ ব-দ্বীপঃ দারুন একজন ব্লগার।
আমি তুমি আমরাঃ আমার অত্যন্ত প্রিয় একজন ব্লগার।
রেজোয়ানাঃ খুব ভালো আপু। ব্লগার হিসেবেও তিনি অত্যন্ত উঁচুমানের।
টুকিঝাঃ খুব ভালো একজন লেখিকা। তিনি চমৎকার সব লেখা আমাদের উপহার দেন।
পানকৌড়িঃ সুন্দর মনের মানুষ। তার গানের গলাটাও চমৎকার। আজম খানের গান তার কণ্ঠে দারুন লাগে।
রাহিঃ উদিয়মান ব্লগার। ব্লগার হিসেবে তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।
কল্পবিলাসী স্বপ্নঃ আমার খুব প্রিয় একজন ব্লগার।
জেমস্বন্ডঃ একজন প্রিয় মানুষ।
আলাউল হক সৌরভঃ সম্ভাবনাময় একজন ব্লগার।
নাফিস কাজীঃ খুবই প্রিয় ব্লগার।
ফেলুদার চারমিনারঃ চমৎকার একজন মানুষ।
গেমার বয়ঃ খুব প্রিয় গেমার। সুগেমার হিসেবে তার অনেক খ্যাতি আছে।
লালচানঃ প্রিয় একজন মানুষ খুব ভালো লাগে উনাকে।
আমি তানভীরঃ খুব প্রিয় রম্য লেখক।
ইষামঃ প্রিয় একজন কবি ও গল্পকার।
সকাল বেলার ঝি ঝি পোকাঃ খুব প্রিয় একজন ব্লগার।
সাইফুলহাসানসিফাতঃ ভালো একজন লেখক।
এছাড়াও আরো যারা আমার প্রিয়ঃ
আবদুল্লাহ্ আল্ মামুন,জ্যোস্নার ফুল,মাহবু১৫৪,ঘুমকাতুর, দিশেহারা আমি,রক্তভীতু ভ্যাম্পায়ার,অনিক আহসান,নাহিয়ান বিন হোসেন,চারু৩২,কায়সার শামিল,আশরাফুল ইসলাম দূর্জয় ,রিফাত হোসেন, নোবিতা রিফু,হাবিবউল্যাহ,ইকরাম উল্যাহ ,মামুণ,শ।মসীর,রিমন রনবীর, তামিম ইবনে আমান, মোটা মানুষ,তন্ময় তন্ময় ফেরদৌস, রবিন মিলফোর্ড,শহিদুল ইসলাম অণুজীব,তাশফী,মামুণ,বাদশা নামদার, মুকুল সালাহউদ্দীন নাফিস মুনতাসির,গুগলরকস চানাচুর, উদাসী স্বপ্ন, রাতমুজুর জালিস সহ আরো অনেকে।
এটা শুধু মাত্র আমার প্রিয় ব্লগারের লিস্ট।
পোস্ট আপডেট হবে.............
শুভেচ্ছা সামুর সকল ব্লগার ও পাঠক কে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২১