কেউ আছেন ভাই ,
আমার ইয়াহু rifat_sunny
যারা খেলতে আগ্রহী তারা যেন প্রথমেই আমাকে ইয়াহুতে যোগ করে নেন ।
www.chess.com
আমার আইডি: rifathussain
সুবিধা:
১ম বিনামূল্যে
২য় সুন্দর গোছানো পরিবেশ
৩য় নিজের সময় অনুযায়ী অথার্ত লম্বা সময় ধরে খেলা যায়
৪র্থ বিনামূল্যের একাউন্টে সপ্তাহে ১ বার নিজের বা অন্যের খেলা কম্পিউটার এর সাহায্যে বিশ্লেষণ করা যায়
অসুবিধা: আর্কাইভ এর মান খারাপ, বিনামূল্যে না ।
ক্লাবে জয়েন করা যায় তবে তৈরী করা যায় না ।
www.chesscube.com
আমার আইডি: rifathussain
সুবিধা:
১ম বিনামূল্যে
২য় খুবই সুন্দর পরিবেশ । বলতে গেলে চেস.কম এবং রেডহটপন.কম থেকেও সুন্দর ।
৩য় সরাসরি বন্ধুদের মধ্যে খেলা দেখা যায় ।
৪র্থ পৃথিবীর বিভিন্ন দেশের চ্যাট রুম আছে । এতে বাংলাদেশও আছে ।
৫ম পুরাতন খেলা দেখা যায় সুন্দর ভাবে ।
http://www.redhotpawn.com
আমার আইডি: rifat_sunny@yahoo.com
সুবিধা:
১ম বিনামূল্যে
২য় সুন্দর গোছানো পরিবেশ, তবে নিজে গুছিয়ে নিলেই ভাল হবে ।
৩য় নিজের সময় অনুযায়ী অথার্ত লম্বা সময় ধরে খেলা যায়
৪র্থ পুরাতন খেলা দেখা যায় অনায়াসে ।
আওয়াজন দেন
(আপডেট হবে)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ ভোর ৫:৪৩