somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে কপাল মন্দ..........

১৮ ই মার্চ, ২০২৫ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চোখ থাকিতেও অন্ধ: এই গানটি খুব সম্ভবত বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনের কন্ঠে শুনেছিলাম। ইহা একটি প্রেমের সংগীত হবে হয়তো। কিন্তু হটাৎ এই গান পড়ছে কেন ? তাও শুধু প্রথম লাইনটাই মনে পড়ছে বারবার। একটি নিদিষ্ট ঘটনাকে কেন্দ্র কে হটাৎ আমার এই গান টি মনে পড়ে গেল। তাই নিয়া ব্লগে প্যাচাল পাড়তে আসিলাম।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনদিনের জন্য ভারত সফরে এসেছেন। ভারত এই মওকার অপেক্ষায় ছিলো এতদিন। অনেক চুদুরবুদুর করেও বাংলাদেশ কে নিয়ে তেমন সুবিধা করতে পারে নাই। তুলসী গ্যাবার্ড এর সাথে ভারতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতে নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে ভুজুংভাজুং বুঝিয়েছে ভারত। কিন্তু তুলসী দাস এত ক্ষমতাশালী দেশের গোয়েন্দা প্রধান হয়ে কি ভারতের মতো গুজব বাজ দেশের কথা কে গুরুত্ব দিতে হবে ?

তুলসী গ্যাবার্ড ভারতের এনডিটিভি ও এএনআই নামক টেলিভিশনে সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন। ইহা কেমন কথা হইলো ? নোবেল লরিয়েট এখন দেশের ক্ষমতায় আছেন। যুক্তরাষ্ট্র সার্বক্ষণিকভাবে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত তাহলে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কি আছে ? তুলসী সাহেবা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রীসভার সাথে বাংলাদেশের ইন্টেরিম সরকারের অতি সাম্প্রতিক কালে যোগাযোগ স্থাপন হয়েছে। অথচ যুক্তরাষ্ট্র অনেক আগেই চার্জ দি আফেয়ার্স একজন কে পাঠিয়েছে রেখেছে দেশের অভ্যন্তরীণ সবার সাথে যোগাযোগ রাখতে। বাংলাদেশের ব্যাপারে এ টু জেড সকল খবর যুক্তরাষ্ট্র পাচ্ছে বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে। তাহলে তুলসী সাহেবা এমন কথা কেন বলছেন ?

তুলসী গ্যাবার্ড সাক্ষাৎকারে ' সন্ত্রাসবাদ ' ও 'খেলাফত' দুইটি বিষয়ে বারবার বলেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার দাবী জোরালো হচ্ছে যা বাংলাদেশে সন্ত্রাসবাদ উস্কে দিতে পারে বলে তুলসী সাহেবা আশঙ্কা করছেন। তুলসী গ্যাবার্ড হটাৎ খেলাফতের কথা বলছেন কেন ? বাংলাদেশে খেলাফত চায় এমন জনগোষ্ঠী এখন কারা মাঠে আন্দোলন করছে ? এরজন্য আমাদের মার্চ মাসের সাত তারিখ হিজবুত তাহরীরের লংমার্চ ফর খেলাফতের কথা সবার আগে মনে আসে। সরকারের কাছে তথ্য থাকার পরও কালো তালিকায় থাকা দলটি কিভাবে মিছিল করেছে তার জন্য সাধারণ জনগণের উচিত সরকার কে প্রশ্ন করা। যদি জবাব দিতে না পারে তবে দেশের ক্ষমতায় থেকে কি করবে ? অন্তত শতাধিক মাজার ভাঙা ও ওরস শরীফ জোর করে বন্ধ করে দেয়া হয়েছে, হামলা হয়েছে। এই হামলা সরকারের আস্থাভাজন সংগঠন গুলোই করে বেড়াচ্ছে। সরকার তাই অবলার মুখই বল নীতি গ্রহণ করেছে। অন্যদিকে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে চরমপন্থী উথানের লক্ষণ বলে মনে করছেন তুলসী গ্যাবার্ডের মতো মানুষজন।

তুলসী গ্যাবার্ড সাক্ষাতকারে বলেছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে নাকি তিনি রিপোর্ট পেয়েছেন। উনার কাছে কারা এমন গাঁজাখুরি রিপোর্ট পাঠাচ্ছে আল্লাহ মালুম। এবার অন্য যে কোনো সময়ের চেয়ে সামান্য পরিমাণে সংখ্যালঘুদের উপর ক্ষমতার পট পরিবর্তনে আঁচ পড়েছে। মাইক্রোস্কোপ দিয়ে হয়তো রিপোর্টদাতারা সেগুলো খুজে বের করে তুলসী সাহেবার নিকট পাঠাইসে।

তুলসী গ্যাবার্ড এমন সময় ভারতে এসেছেন যেখানে গত সপ্তাহ থেকে হোলি উৎসব চলছে। হোলি খেলা কে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলমান দের সাথে দাঙ্গা হচ্ছে সনাতনী দের। তুলসী সাহেবার চোখে এসব সংখ্যালঘু ঘটনা ভারতে এসেও নজরে পড়েনি। কিন্তু বাংলাদেশের খবর তিনি ঠিকই তথ্য পাচ্ছেন ভিন দেশ থেকে। সম্ভবত ভারতের দাদাদের উগ্রবাদী মনোভাব তুলসী গ্যাবার্ড মনে মনে সাপোর্ট করেন। উনাত কেবল আশঙ্কা কেবল মুসলমান দের নিয়ে।

বাংলাদেশের বর্তমান ক্ষমতায় আসীন সরকারের দূর্বলতা সমূহ তাদের জন্য বিপদ ডেকে আনছে। বাইরের বিশ্বের মানুষ বাংলাদেশে চরমপন্থী দের উত্থান হচ্ছে বলে আশঙ্কা করেছে। সরকার এর বিপরীতে কোন শক্ত পদক্ষেপ নিতে তো পারেই নি উল্টো সরকারের কোন কোন অংশের বিরুদ্ধে এসবে মদদ দেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রথম থেকেই তুলসী গ্যাবার্ডের কনসার্নের বিষয়াদি সমাধানে সরকার যদি যথেষ্ট সতর্ক হতো তবে জল এতদূর গড়ায় না। কিন্তু কে শোনে কার কথা !

https://www.bbc.com/bengali/articles/cj4n070welzo


উপরের লিংকে ভারতের হলি উৎসবে দাঙ্গা নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছে। কিন্তু তুলদী গ্যাবার্ডের মতো মানুষেরা এসব পড়ে দেখার সময় নেই।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৫ রাত ৩:০৪
২১৫ বার পঠিত
৮টি মন্তব্য ৮টি উত্তর

১. ১৮ ই মার্চ, ২০২৫ রাত ৩:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: তুলসী ভিনদেশি, কিন্তু কিছু বাংলাদেশি ভদ্রলোকদের অত্যধিক ভারতপ্রেম কিছুটা অস্বাভাবিকতার পর্যায়ে পড়ে !

১৮ ই মার্চ, ২০২৫ রাত ৩:৩১

লেখক বলেছেন: ভিনদেশি হলেও এমন এক চক্ষু নীতি খুবই দুঃখজনক। অনেকে এমন ও সন্দেহ করেছে হিজবুত তাহরীর আসলে ভারতের পারপাস সার্ভ করছে। আর এস এসের সাথে তাদের রঙ মিলে যায়। :)

যাদের কথা বলেছেন তাদের উদ্দেশ্য একটা কথাই বলার আছে, " আবার তোরা মানুষ হ "

২. ১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৯

চাষী২০২৫ বলেছেন:



তুলসী জানে কিভাবে, কাহাদেরকে কিনে, কাহাদেরক্বে ভাড়া করে ক্যু চালানো হয়েছে; সে জানে যে, জামাত-শিবির ও অন্যান্য কিছু জংগীকে কেনা হয়েছিলো ক্যু সফল করার জন্য; এবং সেসব জংগীরা সুযোগ মতো দেশ দখল করেছে। দুতাবস তাদেরকে কিনেছিলো, দুতাবাস জানে এসব ভাড়াটে ( জল্লাদেরা ) লোকজন কিন্তু বাংলাদেশের জন্য ভয়ংকর।

১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৪:১৮

লেখক বলেছেন: তুলসী কেন ভারতের চলমান দাঙ্গা নিয়ে উদ্বিগ্ন নয় ? বাংলাদেশে কোন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না ! আর স্পেসিফিক ভাবে খেলাফত কায়েমের কথা বলাতে গত ৭ই মার্চ হিজবুত তাহরীরের খেলাফতের জন্য লং মার্চ এর ঘটনা ইন্ডিকেট করছে। এখন তো মনে হচ্ছে তুলসী যাতে খেলাফতের কথা বলেন তার সেট-আপ ছিলো হিজবুত তাহরীরের মিছিল।


প্রতিদিন অন্তত দশবার আমার ব্লগে এসে হানা দেয় ফেউরা। আপনার কমেন্ট দেখার জন্য ! :-B

৩. ১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৪৩

কাঁউটাল বলেছেন: আপনি যে একজন ছুপা আওয়ামী এবং ছুপা ভারতীয় এজেন্ট - তা এই লেখায় শিরোনাম এবং ওভারঅল ভাইব থেকে তীব্র ভাবে ফুটে উঠেছে। লেন্জা "ইজ" ভেরি ডিফিকাল্ট টু হাইড। ;)

১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৪

লেখক বলেছেন: আমি কেজিবি-আইএসআই-সিআইএর' এজেন্ট। আপনি গতকাল শিউর রুহ আফজা ভেবে লাল পানি খেয়েছেন। :-P

৪. ১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৬:৪১

অগ্নিবাবা বলেছেন: ভারতে মুসলমানদের উপর অত্যাচার হয়, ঠিক কথা! কিন্তু তারা তাদের কোটায় পাওয়া দেশ পাপীস্তান বা বাংলাদেশে কেউ হিজরত করে না, কেম্নে কি? কুতুব ভাই কি কয়?

১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৭

লেখক বলেছেন: এখানে হিজরতের বিষয় টেনে আনা অপ্রাসঙ্গিক। বরং তুলসীর ফলস ক্লেইম নিয়ে ফোকাস করেন। ভারতে গেলেই মানুষ প্রোপাগাণ্ডার উপরে ট্রেনিং পায় নাকি?

৫. ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ৮:২৬

চাষী২০২৫ বলেছেন:



আমেরিকায়ও মুসলমান আছে; তুলসী তাদের সাথেও চলে; সে মুসলমানদের বুঝে। ভারতের ধর্মীয় ও সাম্প্রদায়িক সমস্যা নিয়ে সে কথা বলতে যাবে না। কিন্তু বাংলাদেশে ক্যু'এর জন্য যাদেরকে ভাড়া করা হয়েছে, সেই সম্পর্কে তাকে তথ্য দেয়া হয়েছে; তাই সেটা নিয়ে কথা বলছে।

১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৯

লেখক বলেছেন: বাংলাদেশ তুলসীর ভুয়ো কথার প্রতিবাদ জানিয়েছে।

৬. ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪২

কামাল১৮ বলেছেন: অনেক আগে তুলসীর কথা আপনাকে বলেছিলাম।মনে আছে নিশ্চয়।তুলসীরা চোখ থাকিতে অন্ধ না।ইস্কনের নেতাকে অন্যায়ভাবে আটকে রেখেছেন এটা তুলসী জানে।

১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:১১

লেখক বলেছেন: তাতে বিশেষ লাভ হবে না।

৭. ১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৩

অপলক বলেছেন: নিরঙ্কুস ভোট হলে হয়ত ইসলাম পন্থী কোন দল সংসদের অনেক আসন দখল করতে পারে, কারন BNP সেই চিরাচরিত চাঁদাবাজি আর দখল নিয়ে ব্যস্ত। নির্বাচনে খুব একটা ভাল করবে না। এ সব কিছুই তুলসি জানে। হয়ত সে কারনে, ইসলাম পন্থী দলগুলোর ইস্যু দিয়ে তত্বাবধায়ক সরকার কে চাপে ফেলতে চাচ্ছে। একই সাথে ভারতের না হয়েও ভারতের যে চাওয়া সেটা পূরণ হল আবার আগামী নির্বাচনে সন্ত্রাসী বুদবুদ তুলে একটা আগ্রীম কুটচাল চালিয়ে দিল।

সত্য হল, আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় সর্বসম্মতভাবে একটি সন্ত্রাসী দেশ। নিজে সন্ত্রাসী হয়ে সন্ত্রাসবাদ নিয়ে অন্যদেশের শান্তি হারাম করাই তার কাজ।

১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:২০

লেখক বলেছেন: নতুন দৃষ্টিভঙ্গী জানলাম। ধন্যবাদ!

৮. ১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:২৯

নতুন বলেছেন: দেশে জামাত আর হেফাজত বড় ইসলামী দল বাকিরা দুধভাত।

এরা দুজন তো খেলাফত চায় না। এরা কালো আইএসএর পতাকা নিয়ে মিছিল করেনা।

যারা ৭ই মার্চে খেলাফতের জন্য মিছিল করেছে তারা এই রকমের বক্তব্যের পরিস্থিতি তৌরির জন্যই মিছিল করেছিলো।

আজ যদি ভারত সেনা পাঠাতে চায় তবে আফসোসলীগের সবাই ফুলের মালা নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকবে। তাদের ক্ষমতা দরকার দেশের ভালো মন্দ ব্যাপার না।

১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: এই কথা বলে উল্টো আমি ভারতের দালাল ও ছুপা আম্লিক ট্যাগ খেলাম। ;)

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত প্রেম/ভারত বিরোধীতা- কোনটাই অতিরিক্ত করার দরকার নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৪০



অনেকে ভারত প্রেম বেশী করতে গিয়ে দেশের বিরোধীতা করে। অনেকে ভারত বিরোধীতা করতে গিয়ে অনেক বড় প্রতিপক্ষের মোকাবেলার পরিবেশ তৈরী করে।ভারত-আমেরিকার মোকাবেলা করতে গিয়ে আমরা আমাদের কাজটা ঠিক... ...বাকিটুকু পড়ুন

তুলসী গ্যাবার্ডদের ভণ্ডামি: বাংলাদেশ নিয়ে উদ্বেগ, কিন্তু ভারতের সংখ্যালঘু নির্যাতনে নীরব কেন?

লিখেছেন নতুন নকিব, ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৪

তুলসী গ্যাবার্ডদের ভণ্ডামি: বাংলাদেশ নিয়ে উদ্বেগ, কিন্তু ভারতের সংখ্যালঘু নির্যাতনে নীরব কেন?



যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা ও সংখ্যালঘু নির্যাতনের বাস্তবতা

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে সামরিক ও নিরাপত্তা প্রযুক্তি বিক্রির প্রতিযোগিতায় নেমেছে চীন ও যুক্তরাষ্ট্র ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:১১


গতকাল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতের টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রাথমিক ভাবে যোগাযোগ শুরু করেছে যুক্তরাষ্ট্রের নব গঠিত মন্ত্রীপরিষদ। আসলে ঘটনা তাই ঘটছে ! যুক্তরাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যায় সব

লিখেছেন সামিয়া, ১৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৪১

ছবিঃ নেট
তারা যদি আবার ফিরে আসতো, কোনো স্বপ্নের মতন সুন্দর সকালে, কিংবা প্রিয় শীতের শেষ বিকেলে। কিন্তু ক্যালেন্ডারের পাতা একে একে ফুরিয়ে তাদের অন্তিম দিন পুরাতন হয় তারা... ...বাকিটুকু পড়ুন

×