আজ পবিত্র শব-ই-বরাত।
মনে পড়ে গেল একটি স্মৃতিময় দিন ।
সময় টা ছিল আজ থেকে ৫-৬ বছর পূর্বে ।
আমরা কয়েক বন্ধু মিলে ঠিক করেছিলাম যে এই রাত্রে সবার বাড়িতে দাওয়াত খেতে যাব।
গিয়েছিলাম ও সবাই মিলে। রাত ৮ টার পর থেকে শুরু করেছিলাম । অচিন্ত্যপুর, বারইপাড়া, রানীনগর, চন্ডিপুর, গাড়াগঞ্জ, মোটের উপর আমাদের এলাকার আশেপাশের এলাকাগুলোতে গিয়েছিলাম সবাই একসাথে পাঞ্জাবি পরে টূপি মাথায় । নামাজ পড়তে ও বাদ রাখিনি এ সমস্ত এলাকার কোন মসজিদে।
অভিযানটা ছিল পায়ে হেটে।
সাকিবুল ইসলাম উইন অতঃপর সাগর Ashrafujjaman Nahid Md Munna #মিল্টন, Arsheful Hasan Arsheful Arsheful Hasan Roktim #ইমরান,
আমরা সবাই ছিলাম এই অভিযানে।
অনেক আনন্দময় ছিল সময়টা । একজন তো Bonita Islam আমাদেরকে তার বড়ীতে দেখে আগেই ভয়ে ঘুমের ভান ধরলো।
আর একজন তো Dilruba Mon এমন খাওয়ানো খাওয়াইলো যে মনে হল আমরা বিয়ের দাওয়াত খাইতে গেছি।
আমার বিয়াই Ashrafujjaman Nahid খাওয়া শেষ করে চানাচুরের পিরিচ টাও পকেটে ঢুকিয়ে নিল।
আরেকজন #শিকু__ তো বলল যে তোরা এসেছিস যখন তাহলে আমার মুরগীর ঘর থেকে একটা মুরগী নিয়ে জবাই কর, তারপর রান্না করে খেয়ে যাস (আমরা তো পাগল) ।
খুব খুব উপভোগ করেছিলাম দিনগুলোতে। ভিষণ মিস করছি দিনটি।
আজ হঠাত সেই দিনটির কথা মনে পড়ে গেল। আজ সবাই থেকেও নেই। কারোর সাথে সেই আগের মত আর যোগাযোগ নেই। হয়তো সামনাসামনি দেখা হলে সৌজন্য বোধে যতটুকু কথা হয় এই ।
তোদের কি মনে পড়েনা এই দিনটির কথা ?????
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪