শব্দকাব্য-০১
আকাশ দেখার ছলে,
মেঘের উপর দৃষ্টি বুলাই_
জানিনা কোন ভুলে !
শব্দকাব্য-০২
স্বপ্ন দেখে মন
বোহেমিয়ান জীবন জুড়ে
মিথ্যের আয়োজন !
শব্দকাব্য-০৩
প্রেম কাহারে কয় ?
প্রেম কি তবে মায়ের দুধে
ক্ষুধার পরাজয় ?
শব্দকাব্য-০৪
আসলে আসুক ঝড়,
জানলা খুলে তাকিয়ে রবো
আছে আমার ঘর !
শব্দকাব্য-০৫
রাত বারো’টার পর,
ফুটপাতটা মানুষ নাকী
নেড়ীকুত্তার ঘর ?
শব্দকাব্য-০৬
হয়না কেন এমন ?
সবাই হবে আমার মতো_
এই আমিটা যেমন !
শব্দকাব্য-০৭
আসছে নির্বাচন
টিকেট কেটে দেখতে হবে
নিঠুর প্রহসন !
শব্দকাব্য-০৮
ক্লাম্তি মাখা পথে
এক বোতল সেদ্ধ পানি
শুধু আমার সাথে !
শব্দকাব্য-০৯
পকেট ভরা টাকা
মাথায় নেই একটাও চুল
লাগছে সবই ফাকা !
শব্দকাব্য-১০
কাঁদে হিমালয় !
আমি নই, আমার চেয়েও
কঠিন নারী হৃদয় !
শব্দকাব্য-১১
এই জীবনের খাতা_
গদ্য পদ্য কিচ্ছু নেই
শুধু ফুল আর পাতা !
শব্দকাব্য-১২
যখন তোমার সাথে থাকি
নীল বেদনার পিদীম জ্বেলে
অগ্নি বিলাস আঁকি !
শব্দকাব্য-১৩
নগর পিতা গতর খাটায়
ময়লা দিয়েই ময়লা সাফ্
মগজ বুকের পাটায় !
শব্দকাব্য-১৪
বাদুড় ঝুলা প্রাণী
ভুল পথে যায়, চুল চেরা ঠাঁই
ত্রাস ও রাহাজানি !
শব্দকাব্য-১৫
অম্ল মধুর সুখে
ঘুমাতে চাই রাতের রাণী
হাসনাহেনার বুকে !
শব্দকাব্য-১৬
হয়ে যদি যায় দেখা_
যতনে মেলো হারিয়ে যাওয়া
স্মৃতির পাখির পাখা !
শব্দকাব্য-১৭
চলছে মিছিল অনশন
অন্ধ বলছে শরীর চেনাও
মিথ্যে মানব মন !
শব্দকাব্য-১৮
ভেজাল নিরোধ মনে_
মিছে মিছি স্বপ্ন কথায়
নকল পদ্য বুনে !
শব্দকাব্য-১৯
ক্ষুধার জ্বালায় কাঁদি_
কে গাথে ব্যাথার জয়মাল্য
উজান চলে নদী !
শব্দকাব্য-২০
দাড়াও তুমি নারী_
কাঁদবে কতো ? কাঁদতে, কাঁদতে
হয়না দু’চোখ ভারী ?
শব্দকাব্য-২১
যেমন হবার হোক_
হাটবো আমি গায়ে মেখে
গাছের পাতার শোক !
শব্দকাব্য-২২
জখম মনন জুড়ে_
ভয় ও ত্রাসে শরীর ঘামায়
স্নিগ্ধ দু’চোখ পুড়ে !
শব্দকাব্য-২৩
বেদুইন রাজ হাঁস_
জলের গহনে ডাঙা দেখে
ফেলছে দীর্ঘশ্বাস !
শব্দকাব্য-২৪
মিষ্টি মেয়ে কণা_
মন বুঝেনি শরীর বুঝে
তুলেছে বিষ ফণা !
শব্দকাব্য-২৫
চোখের জলের চাই_
মেলেনা হিসেব এই জীবনের
খুচরো আনা পাই !
শব্দকাব্য-২৬
রাত্রে যখন একা_
অনুকাব্যের ডায়রী খুলে
ভ্রান্ত কিছু লেখা !
শব্দকাব্য-২৭
রাত্রি কেন জাগা ?
প্রশ্ন মনে ঘুম না এলে
করবে কি অভাগা ?
শব্দকাব্য-২৮
বিশুদ্ধ প্রেম যবে_
হারিয়ে যাবে অতল তলে
কি আর সত্য রবে ?
শব্দকাব্য-২৯
তাকাও রবি ঠাকুর_
সোনার বাংলায় ঘুন ধরেছে
হচ্ছে চুরি পুকুর !
শব্দকাব্য-৩০
প্রেম পত্র ছেড়ে_
ইয়াহু’তে চ্যাটিং চলে
গুগল মাথা নাড়ে !
লিখন
ডিসেম্বর-২৯.২০১০