একসিডেন্টে পা হারিয়ে খুঁড়িয়ে চলা ছেলেটি আত্মহত্যা করে না।
জন্ম থেকে হাত-পা না থাকা মেয়েটি তার ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা জেনেও আত্মহত্যা করে না।
অনার্স-মাস্টার্সে ভালো রেজাল্ট করার পরও চাকুরী না পাওয়া ছেলেটি আত্মহত্যা করে না।
দারিদ্রতার প্রভাবে বিয়ে না হওয়া বুড়িটিও আত্মহত্যা করেনি।
প্রাকৃতিক দূর্যোগে স্বজন হারিয়ে নিঃস্ব হওয়া মানুষটিও আত্মহত্যা করেনি।
দু’মুঠো খাবার না পেয়ে ডাস্টবিন থেকে কুড়িয়ে পঁচা খাবার খাওয়া আদম সন্তানটিও আত্মহত্যা করে না।
এদের চেয়ে নিজেকে ব্যর্থ ও দুঃখি মানুষ কেউ কী ভাবে? !
অথচ, আত্মহত্যা করছে প্রেমে বিফল প্রেমিক যুগল।
আত্মহত্যা করছে ব্যবসায় অসফল মানিক-দুলাল।
আত্মহত্যায় কী সব সমধান?
আত্মহত্যা হচ্ছে নিজেকে নিজে হত্যা করা। স্বেচ্ছায় খুনি হওয়া !