এই 'বয়স্ক' লোকটা আমাদের জন্য অনেক কিছু করেন!
যখন কোন বিষয় নিয়ে কথা বলা উচিত, কিন্তু সবাই চুপ করে থাকে - তখন তার কন্ঠ সোচ্চার হয়ে ওঠে। যখন শিশু-কিশোর-তরুণদের সমস্যায় কেউ ফিরেও তাকায় না, তখন তিনি তাদের পক্ষে কথা বলেন, তাদের পক্ষে লেখালেখি করেন, তাদের সাথে শহিদ মিনারে বসে বৃষ্টিতে ভিজেন, তাদের মনে সাহস আর উৎসাহ যোগান। রাজাকারবিরোধী মিছিলে তিনি আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা হাঁটেন। তার কলম সুন্দর ও অসুন্দরের মাঝে দেয়াল হয়ে গড়ে ওঠে। তিনি আমাদের জন্য বই লেখেন, আমাদের হাসি কান্নার সঙ্গী-সাথী হন।
আমাদের কি উচিত না তার প্রতি কৃতজ্ঞতা জানানো?
তাকে একবারের জন্যে হলেও জানানো উচিত, তার জন্য আমরা কতটা উপকৃত হয়েছি, জীবনে চলার পথে কতটা সাহস আর উৎসাহ পেয়েছি, সুন্দর আর অসুন্দরকে কতটা আলাদা করে চিনতে শিখেছি, কান্না আর হতাশার মাঝেও শুধু তার কারণে কতবার আনন্দিত হবার উপলক্ষ্য পেয়েছি।
আসছে ২৩ ডিসেম্বর, ২০১৪ তারিখে জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক, তড়িৎ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান মুহম্মদ জাফর ইকবাল স্যারের ৬২ তম জন্মদিন।
এ উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সংগঠন ''সাস্ট সাহিত্য সংসদ'' সবার কাছ থেকে মুহম্মদ জাফর ইকবাল স্যারের প্রতি খোলা চিঠি আহবান করছে। প্রাপ্ত চিঠিগুলোকে একটি ই-বুক (pdf) আকারে প্রকাশ করে জন্মদিনের দিন স্যারকে উপহার দেয়া হবে। আশা করছি আপনাদের লেখা চিঠি পেয়ে স্যার অনেক খুশি হবেন!
----------------------------------------------------
মুহম্মদ জাফর ইকবাল স্যারের প্রতি খোলা চিঠিতে আরো লিখে জানাতে পারেন--
তার লেখা সম্পর্কে আপনার অনুভূতি/ আপনার প্রথম পড়া তার কোন বইয়ের অভিজ্ঞতা/ তার কোন বইটি আপনার সবচেয়ে বেশী ভালো লাগে বা তার লেখার কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয়/ তাকে বা তার লেখাকে কেন আপনার ভালো লাগে/ তার লেখা পড়ে বা তার কথা শুনে আপনি বা আপনার পরিচিত কারো মাঝে ঘটা ইতিবাচক কোন পরিবর্তনের কথা/ মুহম্মদ জাফর ইকবাল বা তার লেখাকে 'খ্যাপা'র মত পছন্দ করে আপনার এরকম পরিচিত কারো কথা/ সামনের দিনগুলোতে মুহম্মদ জাফর ইকবাল স্যারের কাছ থেকে আপনার প্রত্যাশা...
আপনার ইচ্ছেমত এরকম অসংখ্য বিষয় নিয়ে আপনার মনের কথাগুলো লিখে জানাতে পারেন আপনার প্রিয় লেখকের কাছে। সাথে জানান জন্মদিনের শুভেচ্ছা!
----------------------------------------------------
ছোট ভাই-বোন-কাজিনদেরতো মেইল একাউন্ট নেই! তাই তাদের লেখা 'খোলা চিঠি' সংগ্রহ করে দিলে দারুণ হয়! আমরা "কাচ্চা ভয়ংকর বাচ্চা ভয়ংকর"দের খোলা চিঠি প্রকাশ করতে বিশেষভাবে আগ্রহী।
----------------------------------------------------
খোলা চিঠি সম্পর্কে ধারণা পেতে ক্লিক করতে পারেন- http://goo.gl/LjOAbw
---------------------------------------------------
*কোন শব্দসীমা নেই। যত বড় করে খুশি লিখুন।
*চিঠির শেষে অবশ্যই আপনার নাম, শ্রেণি/বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল এবং কোথায় বসবাস করছেন- অনুগ্রহ করে তা উল্লেখ করবেন।
*খোলা চিঠি পাঠান এই মেইলেঃ
[email protected]
ফেসবুকের মাধ্যমে মেইল করতেঃ http://goo.gl/3ECgHh
(মেইলের বিষয়ে লিখুন "খোলা চিঠি")
*লেখা পাঠানোর শেষ সময়ঃ ১৮ ডিসেম্বর, ২০১৪
---------------------------------------------------
আপনি লিখুন।
আপনার লেখা পড়বে আপনার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল।
ফেসবুক ইভেন্ট লিংকঃ Click This Link
[ইভেন্টটি আপনার বন্ধুদের কাছে এবং ক্লাসমেট বা কলিগদের গ্রুপে শেয়ার করতে অনুরোধ রইলো।
ধন্যবাদ সবাইকে।]
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩