ডন এবার প্রথম পাতায় আসল পরিচয়ে!
আমি ডন।
এটা আমার দ্বিতীয় ব্লগ।তবে এটা ছাগলামি করার জন্য খুলি নাই।
ছাগলামি যা করার প্রথাম ব্লগে করি,তব সমস্যা হলো বেশী ছাগলামি করার কারনে আমারে প্রথম পাতা থেকে ব্যান করা হইছে।
তবে এতে আমার দুঃখ নাই।(আম্মাআআ)
এই ব্লগটা নিছি শুধুই লেখালেখি করার জন্য.........তবে ভয় হয় আবার ব্যন করবে নাতো।
অসুবিধা নাই,এখন প্রায় ২০টার মত নিক নিছি।যদি আবার ব্যন করে...........
এই ব্লগে কি নিয়ে লিখব সেটা টিক করতাছি....(ক্লোজআপহাসি)
হু...মুভি রিভিউ,হট গসিপ! সাথে নিউজ>,সেলিব্রেটি প্রোফাইল,গল্প/কবিতা
ডেক্সটপ এন্টারটেইনমেন্ট
ভিডিও'স কালেকশন!
আমার প্রথম ব্লগে এইসব আছে.........
ভাবছি প্রথম ব্লগে যৌন সমস্যা ও তার সমাধান/পরামর্শ
শুরু করব।
প্রথম ব্লগটা দেখতে পারেন লিন্ক থেকে ক্লিক করে............
আমার প্রথম ব্লগে হিট এ পর্যন্ত ২১৮৩!
আমার প্রথম ব্লগে পাবেন-------
গল্প/কবিতা
ডেক্সটপ এন্টারটেইনমেন্ট
ভিডিও'স কালেকশন!
যৌন সমস্যা ও তার সমাধান/পরামর্শ
সফট পরনো,কিন্তু পরনো না>
সহজ কথা,নরম কথা,গরম কথা!
সেলিব্রেটি প্রোফাইল
হট গসিপ! সাথে নিউজ>
হট মেয়েদের হট প্রোফাইল!
*********************************************
আমার প্রথম ব্লগে কিছু পোস্ট দেখে কেউ কেউ ধাক্কা খাইছেন...মন্তব্যও দিছেন....।তাদেরকে বলছি সব কিছুই পর্ণো না...শৈল্পিক সফট পর্নো বলে একটা কথা আছে যেটা সবাই জানেন কিনা সন্দেহ..........।উদাহারন হিসেবে বলা যায় প্লে-বয় মযগাজিনের কথা....প্লে-বয় সারা পৃথিবী জুড়ে বিখ্যাত ।সেখানেও ন্যুড ছবি ছাপা হয় আর আমার পোস্ট ন্যুডও না ।এই খানে কয়জন সাধু আছেন আমারে বলেন শালারা আবার সাধু সাজে। দেখছিতো এইকয়দিন কি ....।শালা...........আমার পোস্টে কোনো সেক্স থাকবে না,তবে সেক্স আপিল থাকতে পারে......যেটার নামই সফট পর্নো............এবং সফট পর্নো খারাপ কিছু না......যেটা বিশ্ব জুড়ে সমাদৃত ও স্বীকৃত।
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
একটা কথা--
ব্লগে ভিডিও এমবেড করবো কিভাবে?এই সুবিধা থাকলে ভাল হত।
সেই সাথে ছবি এমবেড করার সুবিধা দিলে।ইনসার্ট পিকচার অপশনও দেয়া যেতে পারে।এতে আমরা অন্য ওয়েব সাইটে আপলোড করে এখানে লিনক দিয়ে প্রকাশ করটে পারবো।
এই সুবিধা দিলে কর্তৃপক্ষেরই বেশী লাভ হবে,তাদের সার্ভারে জায়গা কম খরচ হবে।
সবচেয়ে ভাল হয় ইনসার্ট এইচটিএমএল অপশন দিলে।এতে আমরা একই সাথে ছবি ও ভিডিও এমবেড করতে পারব।
কর্তৃপক্ষ ব্যাপারটা ভেবে দেখবেন কি???
ব্লগাররা আওয়াঁজ দেন!!!!!!!!!!!!!
স্বাধীনতার ঘোষক কে?
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে "আসসালামুয়ালাইকুম" বলে পাকিস্তানকে বিদায় জানানোর ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি তখন পূর্ব বাংলার জনগণের অধিকার, ভাষা, ও স্বাধীনতার... ...বাকিটুকু পড়ুন
সেলিম অনোয়ারের ব্যান নিয়ে আপনি কিছু বলছেন না কেন?
এই ব্লগে কাকে ব্যান, সেমিব্যান, কমেন্ট ব্যান করলে আপনি খুশী হয়ে থাকেন? চাঁদগাজী/সোনাগাজীকে নিশ্চয়ই; এটা ভালো! চাঁদগাজী/সোনাগাজী "ব্যক্তি আক্রমণ" করে থাকে। সেলিম আনোয়ার কি আক্রমণ... ...বাকিটুকু পড়ুন
ষড়যন্ত্র করে অন্য দেশের সাহায্য নেয়া আওয়ামীলীগের পুরানো অভ্যাস
বহুদিন পর্যন্ত এই দেশের লোক জানতো যে আগরতলা ষড়যন্ত্র মামলা মিথ্যা ছিল। জনগণের ধারণা ছিল শেখ সাহেবকে শায়েস্তা করার উদ্দেশ্যে পাকিস্তানের শাসকরা এই মামলা সাজিয়ে ছিল। কিন্তু বেশ কয়েক... ...বাকিটুকু পড়ুন
খুনির মুখে ইতিহাস শিক্ষা ও অধঃপতিত মানস
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মেজর শরিফুল হক ডালিমকে প্রকাশ্যে এনেছেন আলোচিত ফেসবুক-সাংবাদিক ইলিয়াস হোসেন। গত রোববার (৫ জানুয়ারি) রাতে ইলিয়াস ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর... ...বাকিটুকু পড়ুন
আবার আসিবো ফিরে.....
আবার আসিবো ফিরে.....
যেখানে গেলে অনেকদূর অব্দি মাঠ দেখা যায়, কচি রোদের তাপে পুড়িয়ে নেওয়া যায় পিঠ। রাতের আলো আঁধারিতে সমস্ত কোলাহল সরিয়ে রেখে খোলা যায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করলেই পোকাদের... ...বাকিটুকু পড়ুন
১. ২৪ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৪ ০
কিন্তু কিন্তু ভাব।
কিন্তু মনেতে জড়তার অভাব।