তোমার হাসিটা মোড়কেই বিপ্লবাত্বক আদতে এ এক ফাঁদ
অস্ত্রের যুদ্ধে হাসিটাই মোহন ব্রহ্মাস্ত্র জেনেছি আগেই
তবুও সাময়িক খেয়ালের বসে সে অস্ত্রেই পুনর্বার বারবার
এই আমি আত্মহত্যা করি।
হাসিটুকু তুলে রাখো সযত্নে,
কোন এক নৃতাত্বিক এতেই পেয়ে যেতে পারেন
উন্মাসিকতার নতুন ব্যাকরণ, উপহাসের প্রকারভেদ।
আমি ভাস্কর হলে একটি পাথর কেটে রেখে যেতাম প্রমাণ,
হাসিও কি নিদারুণ নিষ্ঠুর হতে পারে,
কি মোহন ফাঁদে ভোলাতে পারে তার নিদর্শন রেখে যেতাম
রেখে যেতাম ভবিষ্যতের কাছে,
তোমার কপাল ভালোই বলতে হবে আমি ভাস্কর নই।
কবি বলে যে উপহাস দিলে তারে গলার মালা নয়
পথের কাঁটা ভেবে সেই কবেই উপড়ে ফেলেছি,
তবু স্মৃতির পেয়াদারা এই মগজের জমিনে এসে
বন্ধ করে ফেলে সব স্মৃতি মোছার পথ!
বিদ্রোহের বারুদে আমার মগজ জ্বালিয়ে আমি
স্মৃতির জঞ্জাল পুড়িয়ে ভষ্ম করে দেবো,
ভীষ্মের মতন দৃঢ়তায় একলব্যের তপস্যায়
দুর্যোধনের কূটিল পঙ্ক এড়িয়ে যুধিষ্টিরের সরল
সত্যবাদীতাতেই মোহমুক্তির পথ করে নেবো এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম!
ওই হাসিটাকে অগ্রাহ্য করেই সদর্পে বিষাদের সাথে সম্মুখ যুদ্ধে
জয়ী হয়ে আমার শুরু হবে নবযাত্রা এই জীবনের পথজুড়ে!
যেখানে তোমার স্মৃতির সামান্যতম নিশানাও রাখবো না ,
জেনে রেখো!
২২-০৩-২০২১
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৭