।
"রেল লাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তার কাঁদে,
ছেলেটি মরে গেছে,
হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ...... "
.
এই গানটি যুদ্ধের পরে করা তাঁর প্রচুর বিখ্যাত একটি গান। কী একটা অব্যক্ত হাহাকার যেন আছে গানটিতে! কত কিছু যেন বলতে চাচ্ছেন গায়ক! গানটির শিল্পী পপসম্রাট আজম খান।
.
পপগুরু আজম খানকে চেনেন না বাংলাদেশে এমন কেউই হয়তো নাই। তাঁর আসল নাম মোহাম্মদ মাহবুবুল হক খান । আলাল-দুলাল, সালেকা-মালেকা, রেল লাইনের ওই বস্তিতে, অনামিকা, পাপড়ি কেন বোঝেনার মত তুমুল জনপ্রিয় সব গানে বাঙালিদের মনে চিরস্থায়ী জায়গা করে নেন। জাতীয় জীবন এবং সঙ্গীত জগত দুইক্ষেত্রেই আজম খান একজন যোদ্ধার নাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেক্টর -২ এর গেরিলা যোদ্ধা হিসেবে জেনারেল খালেদ মোশারফের অধীনে ঢাকায় যুদ্ধ করেন। সেই অস্ত্রের বিপ্লবটাকে সুরের মাঝেও ছড়িয়ে দিয়ে এদেশে নতুন ধাঁচের গানের প্রচলনে অন্যতম ভূমিকা রাখেন। সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্য ভূষিত হন বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক একুশে পদকে (মরণোত্তর) ।
পপগুরু অভিনয়ও করেছেন। তিনি একটি করে নাটক, সিনেমাতে অভিনয় করেছেন। ১৯৮৬ সালে 'হিরামনঃ কালা বাউল' নাটকে কালা বাউলের ভূমিকায় অভিনয় করেন। ২০০৩ সালে 'গডফাদার' সিনেমায় খলনায়কের ভূমিকায়। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত সঙ্গীত পরিচালক আলম খান ছিলেন আজম খানের বড় ভাই।
আজ ২৮ শে ফেব্রুয়ারি ২০২১ পপ সম্রাট আজম খানের ৭০ তম জন্মবার্ষিকী।
আজকের এই দিনে তাঁকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩