জামার বোতাম ঘিরে যে গল্পটা শুরু হয়েছিলো
তার শেষটা জানতে খুব ইচ্ছে করছিলো হঠাৎ…
মাঝ রাতে;
নিঃশব্দ রাতটাকে যখন বারবার চমকে দিচ্ছিলো
নিশাচর সারমেয়রা…
ঝরে পরা শিশিরের টুপটাপ শব্দটাও যখন
ড্রামবিট হয়ে কানে বাজছিলো;
তখন… খুব ইচ্ছে করছিলো গল্পের শেষটায় পৌঁছুতে!
হঠাৎ খুব হাসি পেল ভেবে
আজকাল আর জামায় বোতাম থাকেনা;
তবে?...
দূর থেকে যেন ভেসে এলো তোমার উত্তর…
“শাড়ী পরে এসো…
শুভ্র সাদা শঙ্খ হয়ে এসো…”
তুমি বুঁদ হয়ে আছো আমাকে এলোমেলো করার নেশায়;
আর তাই...
গল্পের শেষটা আমার জানা হবেনা কোনদিন…