বাবা,
বিছানার দিকের জানালাটা খোলা ছিল,আর তা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল । ফ্যান ফুল স্পীডে ঘুরছে,আমি জড়সড় হয়ে ঘুমুচ্ছিলাম , ঠান্ডায় ঘুম ভেঙ্গে গেল । হঠাত্ তোমার কথা মনে পড়ে কান্না পেল ।
বাবা,এখন আর আমি নির্ভাবনায় ঘুমাতে পারিনা । বর্ষার রাতে তুমি ছাড়া আর কে ফ্যানের স্পীড কমিয়ে দেবে বল ? কে আমায় বকা দিতে দিতে জানালাটা লাগিয়ে দিয়ে আমার গায়ে চাদর জড়িয়ে দেবে ?
এসব তো এখন আমায় একাই করতে হয় তাই না ?
এখন আর কেউ আমার বিছানায় দেহের নিচে পড়ে থাকা বই গুলো গুছায়না ।
হঠাত্ ঘুমিয়ে পড়লে কেউ আর এখন আমার চোখ থেকে চশমা খুলে নিয়ে ঘরের লাইট নিভিয়ে দেয়না |
সবচেয়ে কী মিস করি জানো , তুমি যে বাইরে থেকে এসে প্রথমেই আমায় "আব্বুরে" বলে ডাকতে !¡! আর আমি কোথা থেকে এলেই যে তুমি বলতে 'আব্বু আসছ'? খুব মিস করি আব্বু. . . . .
বাবা,আর মনে হয় লেখতে পারবনা । চোখ ভেসে যাচ্ছে,নিজেকে আটকাতেও পারছিনা ।
তোমাদেরকে খুব মিস করি বাবা ।
সবসময় দেখতে ইচ্ছে হয় ।
তুমি শুকিয়ে যাচ্ছিলে বাবা, এখন কি ঠিকমত খাও ?
আজ কেন জানি খুব কাদছি বাবা , আল্লাহ তোমাকে সুস্থ রাখুন ।
তুমি অনেক দিন বেঁচে থাক বাবা । তোমাকে যে আমার অনেক দরকার ।
তুমি আমার জন্য আর ভেবোনা ।
সব ঠিক হয়ে যাবে ।
আমি অনেক বড় হব,ইনশাআল্লাহ ।
তোমাকে অনেক বেশি ভালবাসি বাবা, সবচেয়ে বেশি ।
তোমার জন্য অনেক চিন্তা হয় ।
তুমি ভাল থাক ।
তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা,
এবার আমি হেসেছি ।
২৭ জুন, ২০১০