-
-
-
-
-
-
দেখা হবেই
এই পৃথিবীতে না হয়
প্যারালাল ওয়ার্ল্ডে,
দেখা হবেই
শালিকের বেশে না হয়
নিঃসঙ্গ ছাদে।
দেখা হবেই
ভালোবেসে না হয় তীব্র ঘৃণায়
মুখ ফিরিয়ে অন্য চিত্রকল্পে,
দেখা হবেই
গাউছিয়া নিউমার্কেট জটলায়
কদম ফুল দেবার ছলনায়।
দেখা হবেই
ইচ্ছে করে যদি দাঁড়াই ফার্মগেটে
কিংবা কানাডার ফিল্ম ইন্সটিটিউটে,
দেখা হবেই
অ্যানা হ্যাথাওয়ের সিনেমা ওয়ান ডে
কিংবা অস্কার বিজয়ী লা লা ল্যাণ্ডে।
দেখা হবেই
ব্ল্যাকহোলের টানে আলো বেঁকে যাবে
সুপারনোভায় নক্ষত্র ধ্বংস হবে,
তবু দেখা হবেই
হাইপার ডাইভে সময় পিছু নেবে
ফ্ল্যাশপয়েন্টে তোমার আমার ঠোঁট মিলবে।
দেখা হবেই
শুধু অপেক্ষা আর কতো
অভিশাপ পুড়িয়ে ভুলবোই
এই জন্মে পাওয়া ক্ষত।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩১