প্রথম পর্ব
বলতে গেলে অসম্ভব একটা কাজ। কীভাবে! কিছুতেই কিছু মাথায় আসছে না সোহানের। দুইয়ে দুইয়ে চার অবশ্যই হয়, কিন্তু সোহানের সামনে এই অংক মেলানো মোটামুটি অসম্ভব।
প্যাচ লাগিয়েছে আসলে শবনম। ভালো বন্ধুত্বের সুবিধা নিয়ে এমনই একটা আবদার করে বসেছে। এর চেয়ে শবনম যদি বলতো যাত্রাবাড়ী টু গাবতলি হেঁটে যেতে সেটাও পারা যেতো।
আর সোহানও একটা গাধা, হ্যাঁ বলে দিয়েছে। মুখ ফসকে বলে ফেলেছিলো, "আরে, যাহ! এটা কোন ব্যাপার!" এই বলাতেই ভুল হয়েছে। শবনম জোঁকের মতো লেগে থেকে সোহানকে রাজী করিয়েছে।
গত এক সপ্তাহ নানা অনুশীলন শেষ করে আজকের দিনের জন্য প্রস্তুত সোহান। পুরোপুরি কেতা দুরস্ত পোশাকে শবনমের বাড়িতে হাজির।
ড্রয়িং রুমে মনসুর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সোহানের দিকে। আর যথাসম্ভব সহজ শান্ত হয়ে বসে আছে সোহান।
- কি নাম তোমার?
- জ্বি আংকেল, রাইসুল সোহান।
- হুম
বেশ কিছুক্ষণ নীরব থাকার পর গোঁফে আঙুল বুলিয়ে মনসুর সাহেব বললেন,
- তুমি মদ খাও?
সোহান বললো,
- এটা কি প্রশ্ন ছিলো নাকি আমন্ত্রণ?
উৎসর্গঃ রকি ভাই
উনার অনুপ্রেরণায় লেখা।