গত পরশু বাংলাদেশ সময় রাত একটা থেকে আমরা পাঁচজন স্কাইপে আড্ডা দেওয়া শুরু করি। এর মধ্যে দুবাই থেকে রাজীব রায় ছিলেন রাত তিনটা পর্যন্ত, সালমান ভাই ভোঁর পাঁচটা পর্যন্ত, আমি নিজে সকাল নয়টা পর্যন্ত এবং আফজাল ভাই ও তন্ময় ভাই সকাল দশটা পর্যন্ত আড্ডায় সক্রিয় ছিলেন। ই-কমার্স নিয়ে বাংলাদেশেতো বটেই পৃথিবীর আর কোন দেশেই এত লম্বা আড্ডার কথা আমার জানা নেই। কে জানি হয়তো আমরা একদিন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হবার মত আড্ডা দিয়ে ফেলব।
এই আড্ডায় হাঁসি, ঠাট্টা ও রসিকতা এ ধরণের হালকা কিছু ছিল না। কেউ কি চিন্তা করতে পারেন যে নয় ঘণ্টা ধরে কি করে ই-কমার্স নিয়ে আলোচনা করা সম্ভব? আমরা তাই করেছি এবং আমাদের অনেক উপকার হয়েছে।
গত রাতে সাইপ্রাস থেকে একজন বাঙালি যোগ দেন। তিনি আগামী মাসে দেশে ফিরে পর্যটন খাতে ই-কমার্স নিয়ে ব্যবসা শুরু করবেন। এ মাসে একজন সৌদি আরব ফেরত প্রবাসী ই-কমার্স সাইট নিয়ে নামছেন। কোরিয়া থেকেও একজন বাংলাদেশী এ দিকে ব্যবসা শুরু করতে যাচ্ছেন। মুক্তাগাছার মণ্ডা, কক্সবাজারের শুটকি মাছ,
ই-ক্যাব থেকে আমরা ই-কমার্স সেক্টরের জন্য অনেক কিছুই করতে চাই এবং করতে পারবো বলে আশা করি। এজন্য সবার সাহায্য দরকার।
আড্ডা নিয়ে আমাদের একজন অংশগ্রহণকারীর মন্তব্য ফেইসবুকেঃ
।“ই-কমারস সাইট খুলার পর থেকে অনেক ভয় ছিল, অনেক কিছু অজানা ছিল, অনেক কনফিউশন ছিল, যা আজকে রাজিব ভাই এবং নিপুন ভাইয়ের সাথে আড্ডা দিয়ে বুঝতে পারলাম। ব্রান্ডিং, ইনভেন্টরির ব্যাপারে নিপুন ভাইয়ের অমূল্য সাজেশন গুলোর জন্য ধন্যবাদ। মার্কেটিং এর ক্ষেত্রে রাজিব ভাই এবং নিপুন ভাই দুইজনেই অনেক মূল্যবান টিপস দিয়েছেন, যেজন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দুইজনই আজকে আমার ভয় অনেকটুকুই দূর করে দিয়েছেন এবং অনেক অনেক সাহস জুগিয়েছেন। গত দুইদিনে অনেক কিছু শিখলাম, কিন্তু এখনও মনে হচ্ছে অনেক কিছুই জানার বাকি আছে।“
হয়তো নিজেদের নির্লজ্জ/উলঙ্গ মার্কেটিং বা প্রমোশনের মত হয়ে যাচ্ছে এই পোস্টটা। তবে আমরা ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ই-ক্যাব) থেকে ই-কমার্স নিয়ে তথ্য সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এজন্যই কয়েকজন রাতের পর রাত জেগে চেষ্টা করে যাচ্ছি। সব কিছু নিয়েই হুজুগ উঠে এসেছে এবং তারপর হাজার হাজার মানুষ সর্বস্বান্ত হয়। ই-কমার্স নিয়ে ইতিহাসের করুন পুনুরাবৃত্তি যাতে না হয় সেজন্য আমরা চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা আমরা কোন ব্যবসা প্রতিষ্ঠান নই বরং অ্যাসোসিয়েশান এবং আমাদের কাজ হল বাংলাদেশে ই-কমার্স এর উন্নয়ন এর জন্য কাজ করা।
যারা ই-কমার্স নিয়ে আগ্রহী ও জানতে চান তাদের আমাদের ফেইসবুক গ্রুপে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছিঃ View this link
আমাদের গ্রুপে খুবই সিরিয়াস ধরনের আলোচনা হয়। তাই দয়া করে হুজুগে পা না দিয়ে ই-ক্যাবের ফেইসবুক গ্রুপে যোগ দিন এবং ই-কমার্স নিয়ে সব ধরণের আলোচনায় অংশ নিন।
আর ই-কমার্স নিয়ে যে কোন প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের সেবা কেন্দ্রে