১
তোমার নগ্নতায়
দৃষ্টি রাখলে ঝড় উঠে
এখানে না, অন্যকোথাও।
যেখানে কবি না, কবিতার চোখ
তোমাকে দেখে দেখে শব্দ আঁকে
শব্দে শব্দে কি ভীষণ উন্মাদনা!
শব্দে শব্দে খসে পরে আভরণ।
শব্দে শব্দে কবি কবিতার ভেতর
তোমাকে মিশিয়ে পান করে
একটি গোপন সুখ, অথবা অসুখ!
তুমি নগ্ন হলে,
অবদমিত সভ্যতা কেঁপে উঠে
এখানে না, অন্যকোথাও
যেখানে কবি না, কবিতার
শরীরে শরীরে খেলা করে, অসভ্যতা।
২
কোকিল ডাকছে। বসন্ত ডাকছে।
উৎসব শুরু হয়ে গেছে।
মিছিলও শুরু হবে। স্লোগানও।
হাতে হাত রেখে ভালোবাসা হচ্ছে।
চোখে চোখ রেখে অভিমান!
ট্রিগারে আঙ্গুল রেখে গুলিও হবে!
ওরা কয়েকজন মরে যাবে!
বাতাসে আগুন। মনে ফাগুন।
অধরে অধর। শরীরে বুলেট।
যুদ্ধে মৃত্যু। মৃত্যুতে মোক্ষ!
ওরা কয়েকজন সেদিন মোক্ষ লাভ করেছিল!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯