মগজে ঘামের স্রোত
মগজে জুজুর ভয়।
বেঁচে থাকার তীব্র নেশায়
মগজে দুঃসময়।
মৃত বোধ মাথার ভেতর
শরীরে বেঁচে আছ খুব!
বোধটা উল্টে দিলে
নবজন্ম হবে। বেঁচে থাকা
দৌড়াবে- দৌড়াবে খুব!
যেমন দৌড়ায় শ্রমিকের হৃৎপিণ্ড
ঘামের ফোঁটায় ফোঁটায়।
শ্রমে, ক্লান্তিতে, সঙ্গমে, লড়াইয়ে
জন্ম নেওয়া অস্তিত্বে এক মহাকাল
ডুবে থাকে, এক মানবের তরে!
তবু যে মানুষ যুদ্ধে মাতাল
শান্তির দিনগুলোতে তার হ্যাংওভার হয়!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:১১