সরাসরি কিছু কথা বলার জন্য এ পোস্ট দিলাম।
ব্লগার শায়মা আপুকে কেন্দ্র করে ব্লগে যখন কোন ডিবেট হয় তখন কেন আমি এবং কয়েকজন ব্লগার তাকে ডিফেন্ড করি এটা নিয়ে অনেক ব্লগার পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে তাদের ক্ষোভ জানাচ্ছেন। তারা ব্লগে এবং ফেবুতে সিন্ডিকেটবাজীর কথা বলে এমন একটা ভাব দেখাচ্ছেন যে আমরা কতিপয় ব্লগার ব্লগ দখল করে আছি। এবং আমাদের ব্লা ব্লা ব্লা ব্লা অনেক কিছুর কারনে তারা ব্লগে আসতে পারছেননা। তারা ব্লগে সিরিয়াস ইস্যু নিয়ে কাজ করতে পারছেননা। বুঝলাম যে তারা ব্লগে ফান করা বা আড্ডা দেওয়াটাকে সঠিক কাজ মনে করেননা। করেননা ভালো কথা। সেটা তাদের পারসোনাল চয়েসের ব্যাপার। তারা নিজেরা সবসময় ব্লগে খুব সিরিয়াস এবং প্রাসঙ্গিক থাকলেই ত সমস্যা সলভ হয়ে যায়। এই যে প্রতিদিন সামুতে বেশ কিছু চমৎকার পোস্ট আসে বিভিন্ন সিরিয়াস ইস্যু নিয়ে। সেখানে তারা তাদের মত সিরিয়াস বা ইস্যু ভিত্তিক আলাপ করতেই পারে। তা না করে তারা তোঁতা পাখির মত ব্লগে সিন্ডিকেটবাজীর অভিযোগ এনে মনে হয় নিজেরাই কোন একভাবে নিজেদের সান্ত্বনা দেন! যাক কে কি করবে বা কি বলবে সেটা তাদের ব্যাপার। আমি আমার কথা বলি। যেহেতু আমার বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অনেক কিছু বলা হচ্ছে। এই বলাতেও আমার কোন সমস্যা নেই বা কিছু যায় আসেনা। তবে আপাতত কোন কামকাজ নেই বলে হালকা পাতলা কিছু আলাপ করাই যেতে পারে।
ব্লগে সবসময় সিরিয়াস থাকতে হবে, ইউনির প্রোফেসরদের মত অনেক ভারী ভারী কথা বলতে হবে, কারো পোস্টে অপ্রাসঙ্গিক কোন বিষয় নিয়ে আড্ডা দেওয়া যাবেনা এমন কোন ব্যাপার আমার মধ্যে নাই। সামুতে এমন কোন নীতিমালাও নাই। কিছু ব্লগে আছে। যেমন মুক্তমনা। সেখানে খেজুরে আলাপ করার সুযোগ নেই। তাই মুক্তমনার কনটেন্ট রিচ হলেও ব্লগিং করাটা বোরিং! আর সামু সে দিক থেকে অনেক দিক দিয়েই মুক্ত। এ ব্লগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এ ব্লগের বৈচিত্র্য। নানা মতের মানুষ। ভিন্ন ধ্যান ধারনার মানুষ।এখানে একের সাথে অপরের ভাব হয়, আবার ঝগড়াও লাগে। আড্ডা হয় আবার ডিবেটও হয়। আমি ব্লগে আছি প্রায় তিনবছর। এ তিন বছর অনেকের সাথে যেমন খুব আড্ডাবাজী হয়েছে আবার অনেকের সাথে বেশ কিছু সিরিয়াস ইস্যু নিয়ে আলোচনা বা ডিবেটও হয়েছে। দুটোই আমার কাছে উপভোগ্য ছিল।
শায়মা আপু আমার অত্যন্ত প্রিয় একজন সহব্লগার। যখন তার বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক পোস্ট করে খুব স্বাভাবিক ভাবেই আমি সে পোস্ট বা সে পোস্টে কি বলা হয়েছে তা খুব মনোযোগ দিয়ে পড়ি। যে যে পয়েন্টে সমস্যা আছে বলে মনে হয় তা নিয়ে আলোচনার চেষ্টা করি।এবং বেশ কিছু ব্লগারের সাথে আমার খুব সিরিয়াস ডিবেটও হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার কেউ কেউ পাল্টা জবাব না দিতে পেরে হয় আমাকে ব্যাক্তিআক্রমন করেন। নাহয় মন্তব্য মুছে দেন। আর যারা কিছুই পারেনা তারা সিন্ডিকেটবাজীর অভিযোগ এনে আজাইরা ত্যানা পেঁচাতে থাকেন। অনেকে আবার তথাকথিত নিরপেক্ষতার ভান করতে গিয়ে সেসব পোস্টের ইস্যু নিয়ে কথা না বলে কে কার পক্ষে কথা বলছে এসব নিয়েই বিজি থাকেন।
যাইহোক, আমি আমার কাজকারবার বুঝে শুনেই করি। এবং কোথায় কি বলি কেন বলি তার যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে আছে। আমি নিজেকে ব্লগের বিবেক বা মোরাল পুলিশ কিছুই মনে করিনা।দরকার হলে ফান করি। দরকার হলে বিতর্কও করি।যদি কারো মনে ক্ষোভ বা রাগ থাকে পাল্টা যুক্তি দিয়েই আমাকে ভুল প্রমান করতে হবে।তা না করে পা চাটা কুত্তা, দালাল, সিন্ডিকেটবাজ, চ্যালা এসব গালি দিয়ে কোন লাভ নাই। এসবে আমিও বিনোদিত হই।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ রাত ৮:২৪