কামনার আগুনজলে যে রাধার সলিল সমাধি
তার কৃষ্ণপাপে কলঙ্কিত রুহের মাজার!
জিকিরে জিকিরে ঈশ্বর নেমে আসে-
রক্তে রক্তে ভেসে আসে মধুকর
পৌরাণিক পুরুষের শিরায় উপশিরায়
ঝড় তোলে মোক্ষের নেশার মত-হতাশা!
কৃষ্ণসুরে ঢেউ তোলে এক সমুদ্র তৃষ্ণার জল।
জিকিরে জিকিরে নেমে আসে শুন্য-একের ভেতর!
লীলায় মত্ত পুরুষের দল কী এক অসম উল্লাসে
দ্রৌপদীর শাড়ীর মত খুলে ফেলে প্রকৃতির অর্গল!
প্রকৃতি নতজানু হয় রাধার আকারে- আধার মতন।
আমিও পুরুষ এক-শুন্যের ভেতর
পৌরাণিক কৃষ্ণপাপে লেখা বিবর্তিত পুরুষের মত
কৃষ্ণপাপে ধ্যানমগ্ন নারীর চোখে দেখেছিলাম আমার হুতাশন!
তারপর!
তোমাতেই মোহ, তোমাতেই মোক্ষ-হে পতন!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩