জলের মত উত্তাপ চেয়েছিলাম!
নরম সুখের মত ঘুম!
সভ্যতার নামে যেসব শুয়োরের
বাচ্চারা জিতে যায়-
তাদের উঠোন প্রাচীরে আমার
লাশ দিয়ে নির্মাণ করতে
চেয়েছিলাম রক্তাক্ত প্রতিবাদ!
মানচিত্র থেকে দুমুঠো ভাতের
স্বপ্ন কেড়ে নিয়ে যারা
দুর্ভিক্ষের সাথে সাপ লুডু খেলে-
তাদের সাথে আমি
মৃত্যু মৃত্যু খেলতে চেয়েছিলাম!
কিন্তু সেদিন শেষ বিকালের
প্রহর শেষে- শাসকের বুলেট
যখন আমার প্রতিবাদের কফিনে
শেষ পেরেক মারছিল
তখন আমি শেষবারের মত
শুধু তোমার-তোমাকেই
স্পর্শ করতে চেয়েছিলাম।
বিদ্রোহটা অস্থি মজ্জায় মিশে ছিল!
তুমি ছিলে শান্তির নিষিদ্ধ চেতনা!
একজনের কাল্পনিক সাইকো এনালাইসিস করার অভিযোগে আমার আগের এক্সপেরিমেন্টাল পোস্ট কর্তৃপক্ষ মুছে দিয়েছেন। ফ্রয়েড হইতে পারিনাই তাতে কি? কবি হওয়ার চেষ্টায় একটা কাল্পনিক কবিতা পোস্ট দিলাম!!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯