ওদের কাছে রূপকথার গল্প শুনব বলে
আমি চুপটি করে বসে থাকি!
ওরা আমায় সৃষ্টির রহস্য শেখাবে বলে
আমার হাতে একমুঠো স্বপ্ন তুলে দেয়।
স্বপ্ন দিয়ে আমি এক অদ্ভুত
সভ্যতা বিনির্মাণ করে ফেলি!
যেখানে আর সব সত্য সুন্দরের
সাথে আমাদের ভালোবাসার নীড়।
একদিন এক অপূর্ব দৃশ্য দেখে
তোমায় বললাম,দেখ কি সুন্দর!
তুমি সেই দৃশ্যকে তোমার প্রতিপক্ষ
ভেবে আগুন দিয়ে সব ছাই করে দিলে!
আমি সেই ছাইগুলো নিয়ে চুপটি করে
বসে থাকি সৃষ্টির বিবর্তিত রূপান্তরে-
তারপর কেউ যেন কানের কাছে
মন্ত্র দেওয়ার মত ফিসফিস করে বলে যায়
বোকা ছেলে-সৃষ্টি মানেই ধ্বংসের বীজ!
ধ্বংস মানেই সৃষ্টির অপার সম্ভাবনা!
আমিও একদিন ইতিহাস হব বলে
তোমাদের অপেক্ষায় ধ্যানমগ্ন খুব।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১