"শহীদ নোমানী ভাইয়া , আল্লাহর কসম , জান্নাতের সিঁড়িতে বসে তুমি খুব শিঘ্রী দেখতে পাবে, তোমার রক্তের সুগন্ধি কত দ্রুত এই বাংলার ছাত্রদেরকে ইসলামের আলোকিত রাজপথে তুলে নিয়ে আসছে পরম মমতায় .....! তোমার প্রতিফোঁটা রক্তের বদলায় বাংলার সবুজ জমীনে তোমার সাথীরা আরো দৃঢ় পদক্ষেপে দ্বীন কায়েমের পথে এগিয়ে যাবে নির্ভিকভাবে ! ..." -- ব্লগার "ভালো"।
১> আপনি কিভাবে জানলেন উনি জান্নাতে যাবেন? একমাত্র মুহাম্মদ (স) এর ব্যপারেই এই কথা নিশ্চিত হয়ে বলা যায়। আপনি মুনাফেকের নামান্তর।
২> রক্তের সুগন্ধি দিয়ে বাংলাদেশ কেন, এই বিশ্বের কোথাও কোনো ভালো কাজ হয় নাই। হ্যা, একসময় হইছিলো। সেইটা মুহাম্মদের আমলে। এখন আর সেই দিন নাই।
৩>এইভাবে সবার সামনে "রক্তের বদলা নিবো" বলতে খারাপ লাগলো না? আপনার ইসলাম কি আপনাকে এভাবে বদলা নিতে শিখাইছে?? শহীদ মানে বুঝেন? আপনার পবিত্র নুমানী ভাইডি আপনাকে শহীদ মানে কি বাল বুঝাইছে??
৪> দ্বীন কায়েম বলতে আপনি কি বুঝেন? আগার চামড়া কাইটা আল্লাহ আল্লাহ করলে মুসলমান হয় না। গা থেকে বেহেশতের ঘ্রাণ আসলেই মুসলমান হয় না।
মানুষ মারা কোনো ভাবেই মানি না। কিন্তু ঐ মরা মানুষের উছালা দিয়া যখন কেউ আরো মানুষ মারতে চায়, তখন না চাইলেও এইসব ব্লগ লিখা লাগে।
আপনি এক কাজ করেন প্লিজ। আপনার প্রোফাইলে যে Widget টা আছে, ঐখানে শহীদ মিনারের একটা ছবি আছে। ঐটা সরাইয়া নোমানি চাচার দাড়িয়ালা ফটুক লাগান। নোমানি চাচার কসম লাগে।