সূত্র অনুযায়ী প্রতিটা জিনিসের-ই উপকারী ও অপকারীতা রয়েছে। তো ধুমপানের উপকারীতা নিয়ে গুগলি করে যা পেলুম।
১)ব্যক্তিত্বে ছোট হলেও আলাদা এক মাত্রা যোগ করে ।
২)স্নায়ু শিথিল করে মানসিক প্রশান্তি আনে ।
৩)চিন্তার জট খুলে ঠান্ডা মাথায় ভাবাতে শেখায় ।
৪)ইনসমনিয়ার প্রতিষেধক। (আমার মতে)
৫)ভরা পেটে ধূমপান সুখানুভূতি সৃষ্টি করে ।
৬)দুঃসহ স্মৃতি ভোলাতে সহায়তা করে ।
৭)বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে খাওয়া যায় যা ফাস্টফুডের চেয়ে সস্তা ।
৮)এছাড়া বন্ধুদের মধ্যে সিগারেট শেয়ার করে খেলে আত্নার টান বাড়ে ।
৯) বড়দের থেকে পালিয়ে পালিয়ে খাওয়ার মধ্যে এক ধরনের থ্রিল পাওয়া যায় ।