একটা সময় দিনের অধিকাংশ সময় পার করতাম প্রিয় সামুতে। সামুকে তখন নিজের আপন ঘর মনে হত। সময়ের বিবর্তনে এখন আর তা হয়ে উঠেনা। খুব শূন্যতা বোধ করি সেই সময় গুলির। খুব মিস করি সেই সময়ের প্রিয় মানুষ গুলিকেও যারা সর্বদা নবীন এই আমাকে পেরনা দিয়ে লেখালেখির প্রতি অধিকতর আগ্রহী করে তুলেছিলেন। শূন্যতা বোধ করি সেই প্রিয় মানুষ গুলির যারা সর্বদা বানান সচেতন। তারা সর্বদা আমার বানান ভুল ধরিয়ে দিয়ে সঠিক বানান শিখিয়ে দিতেন। যাদের পরিশ্রমে এখন আমার বানান ভুলের পরিমাণ বহুগুণ কমে এসেছে । কিন্তু সেই সময়টায় আমার বানান ভুলের পরিমাণ ছিল মাত্রাতিরক্ত। সেই মানুষ গুলির প্রতি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তাদের চিরসুন্দর জীবন কামনা করছি।
সেই দিন গুলিতে যে আমার হাতে খুব অহেতুক সময় ছিল মোটেও তা নয়। বরং সেই সময় গুলিতে ব্যস্ততা ছিল প্রচুর। কিন্তু সেই ব্যস্ততা বাঁধা হয়ে দাড়াতে পারেনি সামুর থেকে আমাকে বিতারিত করতে।
কিন্তু এখন আমার হাতে প্রচুর অহেতুক সময়। তবুও সামুতে আমি নিষ্ক্রিয়। যা সত্যি ব্যদনা দায়ক। যদিও এই নিষ্ক্রিয়র পিচনে রয়ে বিশাল গল্প। যা আপনাদের সাথে শেয়ার করে আমি আপনাদের ব্যতিত করতে চাইনা। যাতে আমার আগতম আপনাদের কাছে ব্যদনাবিদূর না হয়ে উঠে।
প্রবল ইচ্ছে শক্তি নিয়ে আবার সক্রিয় হতে সামুতে আমার এই নতুন ভাবে আগমন। জানিনা কতটা ইচ্ছে শক্তি এখানে প্রয়োগ করতে পারবো। তবুও চেষ্টা চালিয়ে যাবো নিজের ইচ্ছে শক্তির ক্ষমতানুযায়ী।
আমার এই হারিয়ে (নিস্ক্রিয়) যাওয়ার কারণটা (বাঁধা) থেকে যেন আমি খুব শিঘ্রই মুক্ত হয়ে আবার প্রিয় সামুর প্রিয় মানুষ গুলির সাথে প্রাণবন্ত হয়ে উঠতে পারি সে জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা।
শ্রাবণের দিনে প্লাবনে বাসাতে আবার এ প্রত্যাবর্তন
সে শুভ নাও হতে পারে,আবার হতেও পারে।
তবুও সুবর্ণ দ্বারায় দাঁড়াক আমার এ প্রত্যাবর্তন
বিকসিত হয়ে নিজে যেন, করি বিকসিত ভুবন।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২১