হুমায়ূন আহমেদের তথাকথিত রাজনৈতিক 'দেয়াল' উপন্যাস নিয়ে উঠেপড়ে লেগেছে ক্রেজি হুমায়ূন প্রেমী বাঙলার তরুণ মহল । উচ্ছ্বাসের কমতি নেই কোথায়ও । প্রথম আলো দৈনিকে উপন্যাসের গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে । এখানে তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন মেজর ফারুকের হিরো স্টাইলের । গীত গেয়েছেন একজন খুনি ষড়যন্ত্রকারীর । ফারুককেই বানিয়েছেন হিরো । এই লেখা থেকে স্পষ্ট যে, তিনি একজন অসৎ খুনি চক্রান্তকারী সেনা অফিসারকে কি নিখুঁতভাবে হিরো বানাতে পারেন । এই জন্যই তিনি মাথা খেয়ে বসে আছেন দেশের তরুণ প্রজন্মের । এইভাবেই তিনি ম্যানিয়াক- হিপ্নোটিক । তাঁর এই বিশাল জনপ্রিয়তাকে আমি হিপ্নোটিজম ছাড়া আর কিছুই মনে করতে পারিনি কখনো ।
মেজর ফারুক ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন বিদেশে । দেশে ফিরেছিলেন ১২ ডিসেম্বর অর্থাৎ আমাদের চূড়ান্ত বিজয়ের মাত্র চারদিন আগে । এই চারদিনের দুদিন তিনি জলছাড়া কাটিয়েছেন- হুমায়ূন আহমেদের কথায় জল ছাড়া বেঁচেছেন । এর মধ্যেই তিনি পাকিস্তানি সেনা অফিসারকে ধরেছেন যে পাকসেনা কিনা জল দিয়ে ফারুকের জীবন রক্ষা করেছেন । পাকিস্তানি সেনার অতীব সুন্দর রূপ বর্ণনা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা তিনিই জানেন ।
তিনি অন্ধ পীরের কথা বলেছেন । অন্ধ পীরের দিক নির্দেশনামাফিক তিনি ষড়যন্ত্র করেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, কালপ্রিটের মতো সাজিয়েছেন হত্যাপূর্ব এবং পরবর্তী ছক । আজব গাঁজাখোরি কথাবার্তা । এসব কথা দিয়ে তিনি লিখেছেন ইতিহাস এবং রাজনৈতিক উপন্যাস ।
হুমায়ূন আহমেদ রেফারেন্স দিয়ে লিখেছেন । খুব ভালো কথা । তিনি সূত্র দিয়ে বলেছেন মুজিবকে হত্যা করার পরে আনন্দ মিছিল এবং মুজিবের টুঙ্গিপাড়ার বাড়ি লুট হবার কথা । এটা খুবই দুঃখজনক কিন্তু সত্যি । আমরা জানি প্রতিটি ঘটনা ঘটার পিছনে কিছু কারণ বা তার অন্তরালে আরও কিছু ঘটনা থাকে । আমরা সেই ঘটনাগুলোও জানতে চাই । তা না হলে এই ইতিহাস থেকে যাবে অপূর্ণ । অসত্যের অবিশ্বাসের আর বিস্ময়ের ঘোর কাটবে না তাতে । হুমায়ূন আহমেদ যেটা করেছেন সেটা পড়লে এমন মনে হয় যে ধূপ করে এসে ইতিহাসের একতরফা বুলি আওড়ানোর মতো । একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুজিবের কার্যকলাপ, তাঁর বিরোধীদের কর্মকাণ্ডসহ সব ধরণের পরিকল্পনার কথা তুলে ধরলেই এটা পূরণ হবে- সেটা মানুষ জানলে তবেই হবে সত্য জানা ।
আংশিক এবং আজগুবি তথ্য দিয়ে ইতিহাস জানানো বা শেখানো যায় না সেটা দিয়ে যা করা যায় সেটা হল- আবালচারিতা !!!