অহিফেন নিদ্রা
-------- ড. রমিত আজাদ
এখনো উত্তাল সাগর ফুঁসে ওঠে কোন উষ্মায়?
এখনো অসন্তুষ্ঠ রৌদ্রের খরতাপ পোড়ায় কোমল মাটি,
সবুজ বনানী ফেলে দীর্ঘশ্বাস অশান্ত বাতাসে,
ডুকরে কেঁদে ওঠে নিশ্চল পর্বত ব্যার্থতার গ্লানি নিয়ে কাঁধে। ।
আমাদের পথ এঁকেবেঁকে চলে গেছে নিরুদ্দেশে,
দুপাশে বিস্তৃত আবাদি জমিন না তোলে ঝংকার সুপক্ক শষ্যের,
ভরা নদীর বুকে নেই উচ্ছাস আর চুনূরি তরণীর,
জমাট রক্তসমেত বিভৎস রূপ নেয় সফেদ কাশবন। ।
প্রাচীন বাদ্যযন্ত্রের ঐকতানে নেই সঙ্গীতের আনন্দ,
মেঘের ঘর্ষণে নামেনা বর্ষণ উতলা শ্রাবনে,
অস্বচ্ছ কুয়াশায় ঢাকে উজ্জ্বল নক্ষত্র,
ব্যসনের কাছে নতজানু জনপদ এক অহিফেন নিদ্রায়!
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯