বিজ্ঞানীর লেখা কবিতা - ২
'বিজ্ঞানী' শব্দটি উচ্চারণ করলেই সবার চোখে ভেসে ওঠে গবেষণাগারে দাঁড়ানো সাদা এ্যাপ্রোন পড়া এক নিরাবেগ মানুষ। যার মাথায় গণিত আর অবোধ্য-জটিল কিছু ফর্মুলা ছাড়া আর কিছুই ঘোরাঘুরি না। কিন্তু এই পৃথিবীতে অনেক বিজ্ঞানীই ছিলেন অত্যন্ত আবেগময় মানুষ; যেমন ওমার খৈয়াম ছিলেন একাধারে কবি ও বিজ্ঞানী, উনার রচিত রুবাইয়াৎ আজ কয়েক শতাব্দী পরেও কাব্যপ্রেমীদের উদ্বেলিত করে। আলবার্ট আইনস্টাইন চমৎকার বেহালা বাজাতেন। রিচার্ড ফেইনমান বাজাতেন ড্রাম। মিখাইল লোমোনোসোভ ও এরভিন শ্রোডিঙ্গের (Erwin Schrödinger) দুজনই চমৎকার কবিতা লিখতেন। গত পর্বে এমন একজন আবেগপূর্ণ কবিমনা বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল-এর লেখা Wiill You Come Along With Me?. কবিতাটির অনুবাদ প্রকাশ করেছিলাম। আজ ইবনে সিনা-র লেখা কবিতার অনুবাদ উপস্থাপন করবো।
আবু আলী হোসাইন ইবনে সিনা (বুআলী সীনা, ৯৮০ - ১০৩৭) একটি অতি পরিচিত নাম। চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনার নাম বিশ্বজোড়া। উনার রচিত অমর গ্রন্থ চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ আল-কানুন ফিত-তীব (The Canon of Medicine (Al-Qanun fi't-Tibb)) কয়েক শতাব্দী যাবৎ ছিলো চিকিৎসাশাস্ত্রের অপ্রতিদ্বন্দ্বী ও নির্ভরযোগ্য কিতাব; ঊনবিংশ শতাব্দী পর্যন্তও প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল প্রতিষ্ঠানসমূহে কিতাবটি পাঠ্য ছিল। তবে তিনি কেবলই চিকিৎসাবিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন পলিম্যাথ; চিকিৎসক ছাড়াও তিনি ছিলেন গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক। ইসলামী স্বর্ণযুগে জ্ঞান-বিজ্ঞানের ভিত রচনায় উনার অবদান অপরিসীম। আরবিতে ইবন সীনাকে আল-শায়খ আল-রাঈস তথা জ্ঞানীকুল শিরোমণি হিসেবে আখ্যায়িত করা হয়। কৌতূহলোদ্দীপক বিষয় হলো এই অনন্যসাধারণ বিজ্ঞানী সাহিত্য চর্চাও করতেন। তিনি ছিলেন একজন পরম আবেগময় কবি
১।
আমার হৃদয় এমন এক মরুভূমি
যাকে বুঝতে ব্যার্থ হয়েছি আমি,
যদিও তা একটি ঘাসের পাতার মতই সরল,
তবুও হায় তা আমার বোধশক্তির পায়না নাগাল।
এবং যদিও আমার হৃদয়ের মাঝে,
হাজার সূর্য ঝলমল করে সাজে
তারপরেও আমি সেই সত্য বোঝার
কাছাকাছিও যেতে না পেরেছি শেষে,
নিষ্প্রাণ বালু থেকে কি উপায়ে আর
একটি প্রাণবন্ত শস্যদানা বেরিয়ে আসে!
My heart which in this desert land
Hath wondered far to understand,
Yet, ever so simple, a blade of grass,
Doth lie beyond its reach – alas.
And though within this heart of mine,
A thousands suns have come to shine
No closer am I to understand,
The truth within a grain of sand.
---------- Abu Ali ibn Sina (Avecinna (980-1037 AD)
২।
কৃষ্ণকায় পঙ্ক থেকে নভস্থিত জ্যোতিষ্ক পর্যন্ত
সব কথা ও কাজের রহস্য করেছি মিমাংসিত।
খুলেছি জট সকল গ্রন্থির, আমাদের চলার পথের,
কিন্তু না পেরেছি খুলতে জট তব মানব-অদৃষ্টের।
از قعر گل سیاه تا اوج زحل
کردم همه مشکلات گیتی را حل
بیرون جستم زقید هر مکر و حیل
هر بند گشاده شد مگر بند اجل
Up from Earth's Centre through the Seventh Gate,
I rose, and on the Throne of Saturn sate,
And many Knots unravel'd by the Road,
But not the Master-Knot of Human Fate.
৩।
বন্ধু বেশে শত্রু আমার ছিলো কাছাকাছি।
চাইনা আমি বিষ মাখানো মধুর মস্ত সাজি।
ছদ্মবেশি বন্ধু নামক অরি নাহি চাহি,
দূরে থাকি এমন কীটের ছোঁয়া নাহি সহি।
Мой друг с моим врагом сегодня рядом был.
Не нужен сахар мне, что смешан с ядом был!
С подобным другом впредь не должен я дружить:
Беги от мотылька, когда он с гадом был!
______________________________________________
The worthiest professor of physics would be one who could show the inadequacy of his text and diagrams in comparison to nature and the higher demands of the mind.
–Johann Wolfgang von Goethe
পদার্থবিজ্ঞানের সেই অধ্যাপকই সর্বত্তোম হতে পারবেন যিনি প্রকৃতি ও মনের উচ্চতর দাবী-র তুলনায় তার টেক্সট এবং ডায়াগ্রাম সমূহের অপ্রতুলতা দেখাতে সক্ষম হবেন।
- ইয়োহান উলফগ্যাং ভন গ্যাটে
(অনুবাদের দুর্বলতার জন্য ক্ষমাপ্রার্থী। পাঠকদের গঠনমূলক সমালোচনা কামনা করছি)
কৃতজ্ঞতা স্বীকার:
১। Click This Link
২। Click This Link
৩। http://www.avicenna-sina.narod.ru/gazeli.html
৪। Click This Link
৫। Click This Link
৬। http://belog.jigaram.com/tag/poetry/
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ রাত ৮:৪০