বৃষ্টি তার বেগে ঝরে পড়ছে ধরণীতে
কেউ হাত বাড়িয়ে ছুঁতে চাইছে আর কেউবা
একটু ছাউনি খুঁজছে নিজেকে আড়ালের জন্য।
কেউ ব্যাকুল হচ্ছে ভেজার জন্য
আর কেউ আকুল হচ্ছে যাতে না ভিজে ।
কেউ প্রেয়সীর হাত ধরে বৃষ্টিবিলাস করছে
আর কেউ নিজের কষ্ট লুকানোর জন্য
নিজের অশ্রু কাউওকে না দেখানোর জন্য
বৃষ্টিতে হেঁটে যাচ্ছে ।
কেউ বৃষ্টি উদযাপন করছে
চা কফি খিঁচুড়ি ভাজাপোড়া বিভিন্ন খাবার নিয়ে ,
আর কেউ বৃষ্টি দেখে চিন্তায় ব্যাকুল আর
প্রার্থনায় রত যেন বৃষ্টি বেশি না হয়
কারণ টিনের চালে যে ছিদ্র তা দিয়ে পানি পড়ছে।
কেউ বৃষ্টি দেখে অতীতে হারাচ্ছে
আবার কেউবা নতুন স্বপ্ন বুনছে।
এই বৃষ্টি এক এক জনের কাছে
এক এক রকম ভাবে ধরা দিচ্ছে
কেউ খুশিতে মগ্ন আবার কারো হৃদয় ভগ্ন
কেউ আবেগে আপ্লুত হচ্ছে
কেউ কান্নায় ভাসাচ্ছে ।
এভাবেই বৃষ্টি এসে প্রকৃতি এবং মানুষ সবাইকে
নতুন রূপে সাজিয়ে দিয়ে যাচ্ছে ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৮