সে দিন দেখেছিলাম একজনকে
যে কিনা ছিল দেখতে রূপবতী
একই সাথে ছিল মায়াবতী ;
সে তখন যাচ্ছিল রিকশায় করে
হাতে খুব শক্ত করে ধরা ছিল
দুটো লাল গোলাপ,
একটি হলুদ গোলাপ এবং
একটি রজনীগন্ধা ।
সে বারে বারে
নাক দিয়ে গন্ধ নিচ্ছিলো;
হয়তোবা কেউ দিয়েছিল ঐ হাতে
খুব যত্ন করে,খুব ভালবেসে
চোখে চোখ রেখে
কিংবা নাইবা রেখে ।
তার চোখে মুখে ছিল অনেক খুশি
আর অনেক প্রশান্তি মাখা হাসি।
যা কিনা নতুন প্রেমেপড়া
কোন মেয়ের চোখে মুখেই ভাসে।
হয়তোবা যে দিয়েছিল সে প্রেমিক
কিংবা পছন্দের কেউ
যার জন্য মেয়েটির মনে
অনেক স্বপ্ন আসে ।
তার সাথে সারাজীবন
কাটানোর স্বপ্নে ভাসে
শুধুই ভালবেসে।
মেয়ে তুমি হবেনা অবুঝ
শক্ত হও ,বাস্তবতা বুঝো ।
নতুবা কিছু সময় পরে
কাঁদবে তুমি করবে হাহাকার ;
কারণ থাকবে না এই ভালবাসা,
রবে কিছু কষ্ট,
কিছু হাসি, কিছু স্মৃতি
আর শুধুই হাহাকার ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০১