দীর্ঘ লাইন । সবার মাঝে আনন্দের ছোয়া ।
যেন উৎসবের মেলা । উল্লশিত সবাই । দেয়ালে দেয়ালে হাতের লিখা পোষ্টার শোভা পাচ্ছে। তাতে ভোট প্রার্থীর আকুতি।
সময়ের অববাহিকায় ভোটারের লাইনটি যেন দীর্ঘতর হচ্ছে।
শান্তিপূর্ণ লাইন।মাঝে মধ্যে মৃগয়ার ন্যায় ছেটিাছুটি। কাহারোর কোন অভিযোগ নাই। নেই কোন অনুযোগ। নাই পুলিশ, নাই বিজিবি কিংবা গ্রাম পুলিশ। তবুও মিষ্টি কোলাহলের মাঝে কলকাকলীর সূর।
কক্ষের ভিতরে যার যার দায়িত্ব যথারিতী পালন করছে।
চলছে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ।
প্রিজাইডিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট- সবাই নিজ নিজ দায়িত্ব স্বাধীন ভাবে পালন করছে। যেন সবাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
শিক্ষক শিক্ষিকা গন পাশে থেকে সহযোগিতা করছেন।
কোন প্রার্থীর বিরুদ্ধে অন্য কোন প্রার্থীর বিন্দুমাত্র অভিযোগ নেই, নেই পেশী শক্তি প্রদর্শনের সামান্যতম লক্ষন। এ যেন বিশুদ্ধ গনতন্ত্র চর্চার সব্বোর্চ্চ প্রতিফলন। মিতালী বিদ্যাপীঠের মিতালী বন্ধন দীর্ঘ দিনের। এ বন্ধন যেন অটুট। ছাত্র-শিক্ষকের মাঝে এ বন্ধন যেন আরো দৃঢ়। আর এ বন্ধন আছে বলেই উৎসব মূখর পরিবেশ সর্বত্র। মিতালী'র এ নির্বাচন প্রক্রিয়া,পরিবেশ, ছাত্র-ছাত্রীদের আন্তরিক তৎপরতা যেন বর্তমান সময়ে চোখেই পড়েনা বললে ভূল হবে না !
অার হ্যাঁ
সরকারী নির্দেশনানুযায়ীই সম্প্রতি মিতালী বিদ্যাপিঠের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন'১৬ হল ।
নির্বাচনের সকল দায়িত্ব পালন করেছে বিদ্যালয়েরই ছাত্র-ছাত্রীগণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস রফিকা রহমান
সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ তাদেরকে দিক নির্দেশনা, পরামর্শ ও নির্বাচনের পরিবেশ তৈরী করতে সর্বাত্বকসহযোগিতা করেছেন।
নির্বাচন চলাকালীন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব মো: মিজান উল হক এবং মিসেস সেলিনা আক্তার।
অভিভাবক সদস্য জনাব মো: মিজান উল হক নির্বাচনের সুষ্ঠ পরিবেশ, কর্ম পরিকল্পনা ও ব্যবস্থাপনা দেখে ভূয়সি প্রসংশা করেন। তিনি বলেন এ নির্বাচন ছাত্র-ছাত্রীদের মাঝে সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব গঠনে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, এ নির্বাচন ছাত্র-ছাত্রীদের নিজস্ব হলেও জাতীয় নির্বাচনের ক্ষূদ্র সংস্করণ বলা যায়, যা সমাজে গনতন্ত্রের সম অধিকারের উৎকৃষ্ট উদাহরন হয়ে থাকবে।
নির্বাচনের ভোট গ্রহন সকাল ৯টা হইতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। ভোট গ্রহন পর পরই নির্বাচনী ধারা ও নির্দেশনানুযায়ী গণনা শুরু হয়। এবং বিকাল ৫টায় গণনা কার্যক্রম শেষ হবার সাথে সাথেই লিখিত আকারে ফলাফল প্রকাশ করা হয় এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল সংযুক্ত করে দেয়া হয়।
মিতালী বিদ্যাপিঠের নির্বাচনী এ কার্য্যক্রম এবং ছাত্র-ছাত্রীদের উৎসমমূখর এ অনুষ্ঠান সত্যিই প্রসংশনীয় এবং জাতীয় নির্বচনের অনুকরনীয় হয়ে থাকবে বলে অাশা রাখি
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬