আজ আপনি একটা পজিশনে আছেন,কিছু মানুষ আপনার উপর ডিপেন্ড করে আছে।
এখন আপনি যদি এই অবস্থানে থেকে সেই কাজটা করা শুরু করেন যা আপনি করতে চান, তাহলে পুরনো কাজটা ছেড়ে দেওয়া আপনার জন্য অনোক বড় রিস্ক হয়ে যাবে। অনেক বড় রিস্ক।
রিস্ক অনেক বড় রুল প্লে করে আমাদের লাইফে,এটার কারনেই আমরা আটকে থাকি।
আজ আপনি যা করছেন,তাতে যদি আপনি খুশি থাকেন তাহলে অন্য কিছু করার কোন লজিক নেই।এমন অনেক মানুষ আছেন,যারা আজ যে কাজটা করছেন তাতে তারা খুশি,তারপরও অন্য কিছু করতে চান কারন প্রতিবেশিরা এটা করছে।
প্রতিবেশিরা করছে আমি করব না কেন।
মাঝে মাঝে আমারও ইচ্ছে হয় চাকুরিটা ছেড়ে দিয়ে নতুন কিছু করতে, আমার মন বলে আমি পারব। অনেক বেশি টাকা ইনকাম করতে পারব,তাতে কি হবে?
আজ যা আছি তা থেকে বেশি কিছু কি বদলে যাবে?
কিছুই বদলাবে না।
আপনার কাজে খুশি থাকার পরও, অন্যের দেখাদেখি যদি কিছু করতে চান, আর যদি সেটা করেও ফেলেন তাহলে সেটা ঠিকমত হবে না।
আর যদি আপনি আপনার কাজে খুশি নন, যেমন, আপনি একটা জব করছেন,আর আপনার ভিতর থেকে আওয়াজ আসছে যে, আপনি এটা করার জন্য জন্মগ্রহণ করেন নাই, আপনার অন্য কিছু করা উচিত জেনেও আপনি জবটা করছেন,
আপনি আটকা পড়েছেন, আপনি এগিয়ে যেতে চান, কাউকে দেখাবার জন্য নয়, তারপরও আপনি শুরু করতে পারছেন না রিস্ক হয়ে যাববে ভেবে, তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন,
জীবীত কে, আর মৃত কে??
আমার মতে জীবীত সেই, যে খুশি আছে, অথবা এমন কিছু করছে যা করে সে আনন্দ পাচ্ছে।
আর মৃত সে, যে এমন কিছু করছে,যা সে জোরপূর্বক করছে।
আজ আপনার বয়য়স ২০ বছর, কয়েক বছর পর ৪০ হবে,তারপর ৬০ হবে।
বড় হবার জন্য কিছু করতে হয়ে না,
আপনি বসে থাকুন,বড় হয়ে যাবেন কিছু করতে হবে না।
কিন্তু ৬০ বছর বয়য়সে যখন নিজেকে নিজে প্রশ্ন করবেন তখন উত্তর পাববেন যে আপনি ২০ বছর বয়সেই মারা গিয়েছিলেন।
you was died.
এখন আপনিই ভাবুন রিস্ক কি?
মৃত থেকে জীবীত হওয়াটা বেশি রিস্ক না জীবীত থেকে একটু লড়ে যাওয়াটা বেশি রিস্ক???
এখন এনেকেই বাসায় গিয়ে বলবেন রাজিব বলেছে রিস্ক নিতে।
আব্বু টাকা দাও
আপনি যদি পরিবার থেকে টাকা নিয়ে রিস্কক নেন তাহলে আমি আমি আপনার পক্ষে নই,অনেকই পাবেন আপনার পক্ষে। আমি নই।
i don't believe it.
আমি মনে করি আপনার যদি ১০০ টাকা থাকে তাহলে সেই ১০০ টাকা দিয়েই শুরু করুন,তবে নিজের টাকা দিয়ে করুন।
কোন লোন না,কোন ইনভেস্টার না।
শান্তি ভরে নিজের যতটা ক্যাপাসিটি আছে ততটাই রিস্ক নিনন।
আপনি যদি আপনার বেইসে চলেন,তা আপনি ১০০ টাকা দিয়ে শুরু করুন, আর ১লক্ষ টাকা দিয়ে।
পৃথিবীতে এমন কোন কাজ নেই যা ১০/২০ হাজার টাকা দিয়ে শুরু করা যায়য় না।
এটা আমদের একটা ভূল ধারনা, সবাই ভাবি নিজে কিছু শুরু করতে হলে অনেক টাকা লাগবে।
আপনি যদি মাত্র ২০ হাজারের রিস্ক নেনন, সেটা যদি আপনার নিজের নেওয়া রিস্ক হয়,তাহলে কোন টেনশন নেই।
আর কারোও থেকে ২০ টাকা ধার করে যদি আপনি কোন রিস্ক নেন তাহলে কোন কিছুই ঠিক নেই।
ধারের টেনশনে আপনি ডুবে যাবেন।
Yoy will gone. gone
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৩