..... ........ চুপ...........
মোঃ রাজিব হোসেন পানি
চুপ থাকো বাঙ্গালী চুপ থাকো
চুপ থাকাতে আমরা নোবেল পাবো,
ভাবি বসে বসে,
ভাগ্যিস একাত্তরে আমরা ছিলাম না,,
তাইলে এইদেশ স্বাধীনই হতো না।
চুপ থাকা জাতি আজ, ভুলেছে প্রতিবাদ,
সবাই নিজের স্বার্থেই ব্যাস্ত নেই কারো ভাবনা,
আমরা বাংলাদেশী বর্তমানে চোখ থাকতেও কানা।
রাতের মধ্যে গড়ে উঠা নামধারী কিন্ডারগার্টেনে
ব্যাবসা চলে শিক্ষা নিয়ে মধ্যবিত্ত ভুক্তভোগী তবুও থাকে চুপ,,
নিজের সাথে যুদ্ধকরে বাবা থাকে নিশ্চুপ।
প্রতিদিনিই বাড়ছে নিত্যপন্যের দাম
কৃষক সেতো পাইনি আজো তাঁদের সম্মান,
তবুও আমরা বাংলাদেশী থাকছি আজো চুপ
শান্তিতে আমরা নোবেল আনবো এই আমাদের পন,
গোল্লায় যাক রাষ্ট্র ব্যাবস্থা, আমরা থাকবো চুপ।
হাটের মোরে, গাছের তলে, ভুঁইফোড় হসপিটাল,
ডাক্তার নার্স স্বাস্থ্যখাত সবাই ইকুয়াল,,।
ডায়াগনস্টিকের ভূয়া রিপোর্ট বাড়ছে হরাহর,
আমি তো ভাই যদুমদু আমার কি করার,,
এমন ভেবেই আমরা সবাই থাকি রে ভাই চুপ,,
কতবারে কতশত অন্যায় চলে ধুম
মধ্যবিত্ত মরে গেলেও রাষ্ট্র ব্যাবস্থা নিশ্চুপ।
Pic from Google
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০২