আমি এক ক্লান্ত পথিক
মোঃ রাজিব হোসেন পানি
লক্ষ্যের দিকে এগিয়ে চলা ক্লান্ত এক পথিক আমি,
সাফল্য আমায় ধরা দিয়ে আবার ছুটে চলে দুর বহু দুর,
লক্ষ্যে অবিচল থাকতে থাকতে কখন যে আমি ,
হারিয়ে যাই অনেক দূর তা ভেবেই পাইনা I
যেন তোমায় দেখে আমি না দেখে থাকি,
যেন ভালোলাগার রঙ্গে আমি ভালোবাসা আঁকিI
আমি ক্লান্ত পথিক ছুটে চলি দূর বহুদূর,,,,,,,,,
তুমি কি কখনো জোনাকির আলোয় নিজেকে দেখেছো ?
অথবা শীতের সকালের শুভ্র জমে থাকা ঘাসের শিশিরে ,
তুমি কি কখনো ঐ আলতা রাঙ্গা পা মেলেছ ঐ চরণে ?
নিয়েছো সুখ দিয়েছো ভালোবাসা ঐ পল্লী কাননে
আমি তোমার ভিতরে আমায় রেখে পথ চলি,
আমি ক্লান্ত পথিক ছুটে চলি দূর বহুদূর,,,,,,,,,
জীবনের খোঁজে মনের টানে ফিরে চলি বারবার,
তোমার চলে যাবার পথের পানে চেয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি,,,
যতদিন রবে এই মনের গহীনে তোমার বসবাস,
আমি রয়ে যাব হেথা ,পল্লী কাননে রবেনা মোর কোন নিবাস,
তুমি ফিরে আসো ,,
আমি ক্লান্ত পথিক ছুটে চলি দূর বহুদূর,,,,,,,,,
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৬