করোনা হতে করুণা
মোঃ রাজিব হোসেন পানি
হে রহীম রহমান মহান সৃষ্টিকর্তা
যতটুকু জানি তোমার মহিমা অপরিসীম তুমিই সৃষ্টিকর্তা ।
সৃষ্টি কুলের স্রষ্টা তুমি, পালনকর্তাও বটে ,
এমন কিছুই সাধ্য নাই, তোমার ইশারা ছাড়া এধরণীতে ঘটে ।
হে রহীম রহমান,
তোমার ইশারাই নদী সেও বহমান ।
পাখির কন্ঠে সুর শুনি,বাতাসের প্রতিধ্বণী,
লক্ষ তারার মাঝে যে চাঁদ, সেও গায় তোমার বাণী ।
আমরা মানব জাতি যখনই ভুলতে গেছি তোমারই মহিমা ,
তখনই তুমি যুগে যুগে বিনষ্ট করেছো মানবের গরীমা ।
চারিদিকে আজ বিশ্বজুরে যখন চুরি খুন ধর্ষণ রাহাজানি ছিনতাই ,
এবারো তুমি গজব দিতে এতোটুকু ভুলো নাই ।
বিশ্বজুরে কান্নার সুর চারিদিকে আজ শুনি,
দয়া করো হে প্রভু দয়াময়, নামাজ শেষে এই দোয়াটাই করি ।
মানবজাতি ভুল করেছে যুগে যুগে বার বার
শাস্তি দিয়েছো , ভালোবেসেছো তুমিই তো সে মহান ...
হে রহীম রহমান মহান সৃষ্টিকর্তা
দয়া করে করো ক্ষমা, তুমি ছাড়া কেহ নাই ,
করোনা হতে রক্ষা করো তুমি বিশ্বময় ।
মানবজাতিকে ক্ষমা করেছো এই তো প্রথম নই
যুগে যুগে তুমি প্রমান করেছো তুমিই সেরা ঐ ..
মহান সৃষ্টিকর্তা দোয়া চাই তোমার কাছে,
করোনা হতে করুণা করে ,রক্ষা করো মানবজাতিটাকে ।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৫৬