ফুল
মো: রাজিব হোসেন পানি
তোমায় দেখেছি সু-উচ্চ পাহারের চূড়ায়
কোনো ঘাস ফুলের ঝোপে কিংবা লতানো কোনো গাছের পাতার মাঝে,
তুমি পুষ্ফঠিত ,,,,,
লোকালয়হীন জনমানব শূন্য স্থানে ……
তোমাকে দেখেছি ….
বাতাসের মাঝে সু-গন্ধ বিলিয়ে তোমায় সুখি হতে দেখেছি,
তোমাতে মিশে সেই আনন্দের ভাগি হতে চেয়েছি,
কখনো পেরেছি , কখনো পারিনি ।
তোমাকে দেখেছি সেই প্রথমবার
বাবার হাত ধরে ২১ শে ফেব্রুয়ারী কিংবা ১৬ ই ডিসেম্বর
কোনো এক হাই-স্কুলের নাম না জানা পাথরের বেদীতে ,,
তখন বুঝিনি তুমি কি ?তোমার শক্তি, তোমার সৌন্দর্য্য ,
বুঝিনি তুমি নারীর মতই শোভাময় সবখানে , সব অনুষ্ঠানে,
কিংবা লাবন্যের চুলের খোঁপায় ।
আমি অবাক হয়ে তোমায় দেখি , বার বার দেখি ,,,,,,,
কখনো বাস্তবে কখনো স্বপ্নে , কখনো অগোছা্লো ভাবনায়,,,
তোমাকে দেখেছি বিয়ের আসরে,১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসার অলিতে গলিতে ,
পুস্ফঠিত তুমি কারো স্বপ্ননের আঙ্গিনায় ।
আবার তেমনী দেখেছি তোমায , ব্যাথা বেদনার মাঝে
কোনো বন্ধু সভায়, আমন্ত্রিত অতিথির বরণে
কিংবা প্রিয়জন হারানোর স্মরণে ।
তুমি ফাগুনের বুকে আগুন লাগিয়ে ভালোবাসা বিলাও নির্ভুল …
তুমি পুষ্ফঠিত নানা জাতির ফুল ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:১৪