দ্বিধা
মোঃ রাজিব হোসেন পানি
তার কাজল ধোয়া পানি আজো গরিয়ে পরে , হইতো কারো কথা মনে করে,,
অজানা আবেগের একটা মুহূর্ত তোমারি অপেক্ষায়,
কখনো দিনে ,কখনো রাতে ,প্রতিদিন ,প্রতি মাসে , কিংবা প্রতি বছরে..
দিন শেষে তোমার চোখের কাজলের পানি , আমায় ভাবাই,,,
নিশ্চুপ রাতের ঝিঝিপোকারা ডাকে , তাদের ভাষাতেও যেনো তোমারি খোঁজ,
আবেগের জানালা বন্ধ
এক রুদ্ধশ্বাস পৃথিবী আমায় ভাবায় আর কাঁদায়, আর তোমার কথা মনে করিয়ে দেয় ।
অশ্রুসিক্ত লবনাক্ত গালে আমার ঠোটের ছোয়া ,
দেখানো ভালোবাসায় তোমার লুকানো প্রেম
যেনো কোনো কাঠের পুতুল তুমি
আর আমি.?
যেনো এক যন্ত্র মানব..
আমি দ্বিধা ভেঙ্গে বের হয়ে আসি ,দেখি তুমি আমার না, অন্য কারো লাবন্য...
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭