সেই তুমি এই পথে
মোঃ রাজিব হোসেন পানি
নগন্যের মাঝে অরন্যের হাতছানি তোমার ..
কৃপনতা করে আজ আমি দূরে বহু দূরে ..
হারানো পথে তোমার দেখা হঠাৎ করে ..
আমি অবাক ,হ্যাঁ আমি অবাক ...এ কে ..?
এভাবে তোমায় ফিরে পাবো ভাবি নি কখনো,
যে পাওয়ায় শুধুই ঘৃণা আর ঘৃণা ।
উৎসূক চোখে চেয়ে থাকি ,
তোমায় দেখি না দেখার ছলে ,
ঐ নিষ্পাপ মুখে আজ পাপিষ্ট আদর ,,
ঐ রক্ত জবা ঠোঁটের কোনে আজ ছলনার হাসি ...
আমি অবাক ,,হ্যাঁ আমি অবাক ...
কখনো ভাবিনি তোমায় এভাবে ফিরে পাবো ।
আমি দেখি তোমায় না দেখার ছলে ,,,
আমি দেখি কেমন তুমি ,এই আজকের তুমি ?
নিজেকে সাজিয়েছো আজ তুমি
তোমার ইচ্ছের বাইরে ...
ঐ রক্তজবা ঠোঁটের কোনের হাসিটাও আজ মিকে ..
আজ নিজের দুঃখগুলোকে আনন্দে পরিনত করতে তুমি এই পথে ..
দুঃখ কষ্ট যন্ত্রনার আড়ালে সব আনন্দ যেখানে একসাথে ,
তুমি আজ সেই পথে ।
আমি নির্বাক ,কখনোই ভাবিনি তোমায় দেখবো এই পথে...
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৮