সামুতে আমি ভালোই ছিলাম।
কিন্তু আজ কেন এই অবস্থা! এঁর কারন গুলো আমি খুঁজে বের করেছি। সামুতে আমি প্রথম ৯ বছর সম্পূর্ন ঝামেলামুক্ত ছিলাম। প্রথম নয় বছর আমি একবারও কমেন্ট ব্যান বা ফ্রন্ট পেইজ ব্যান হইনি। কিন্তু গত তিন বছরে অসংখ্যবার কমেন্ট ব্যান এবং ফ্রন্ট পেজ ব্যান হয়েছি। আসলে আমি ছোটবেলা থেকেই ঝামেলাহীন জীবনযাপন করতে চেয়েছি। কিন্তু কতিপয় অপব্লগার সামুতে আমাকে খুচিয়ে খুচিয়ে আমার মেজাজ গরম করে দিয়েছে। বিক্ষিপ্ত করে দিয়েছে। তারপরও আমি চুপ ছিলাম। মনে মনে ভেবেছিলাম এডমিন সাহেব নিশ্চয়ই ব্যবস্থা নিবেন। কিন্তু কোনো এক অজানা কারনে কতিপর অপব্লগার দিনের পর দিন আমার আনন্দময় ব্লগিং জীবন বিষয়ময় করে তুলেছে। ইহা দুঃখজনক। আমার এত এত লেখা, এত এত মন্তব্য দেখে তাদের মাথা আউলায়ে গেছে। তাঁরা জ্বলছে। এটা দুঃখজনক। তাঁরা আমাকে থামিয়ে দিতে চায়।
কয়েকমাস আগে আমি একটা পোষ্ট দিয়েছিলাম।
সেই পোষ্ট দেওয়ার পর'ই মূলত সমস্যা শুরু হয়। পোষ্টের শিরোনাম ছিলো- সামু ব্লগে আমি'ই সেরা । আসলে এটা ছিলো একটা ফান পোষ্ট। সিরিয়াস কিছু নয়। কিন্তু অপব্লগারগন এই পোষ্ট দেখে তাদের মাথা আউলায়ে যায়। এবং তাঁরা হিংসাত্মক মন নিয়ে আমার পেছনে উঠেপরে লাগে। তাদের মাথায় একটাই চিন্তা যে করেই হোক, রাজীব নূরকে ব্লগ থেকে তাড়াতে হবে। হবেই। হিংসা খুব খারাপ জিনিস রে ভাই। ''সামু ব্লগে আমিই সেরা'' এই পোষ্ট না দিলে কোথাও কোনো সমস্যা হতো না। কিন্তু পোষ্ট টা আমি সরল মনে দিয়েছিলাম। আমি বুঝি নি, অপব্লগারগন তো আর সরল নয়। তাঁরা জটিল। তাদের চিন্তা ভাবনা ভূয়া। দেখা যাচ্ছে, কারকিউ, বিগো, মিগো একগাধা অপব্লগার মিলে আমার পেছনে লাগলো। এত দুষ্ট লোকের সাথে আমি একা ফাইট দিয়ে পারবো না। আর আমি ঝামেলায় যাবোও না। নিজেই সরে দাড়াবো।
যেহেতু আমি দীর্ঘদিন পত্রিকা অফিসে কাজ করেছি-
সেহেতু কপি পেস্ট সম্পর্কে আমার ভালো ধারনা আছে। কোনটা ন্যায়, কোনটা অন্যায় সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া আমি লিখতে জানি। এক ঘন্টায় আমি চারটা ব্লগ পোষ্ট দিতে পারি। আমি বলছি না, আমার লেখাই সেরা লেখা। কিন্তু আমি হাবিজাবি যাই হোক, লিখতে জানি। এ বিষয়ে যদি কারো সন্দেহ হয়, তাহলে একবার আমার পোষ্ট গুলোতে চোখ বুলান। দেখবেন, কত রঙ্গের, কত ঢঙ্গের লেখা আমি লিখেছি। সামুকে আমি আপন ভাবি। তাই যদি কোথাও কোনো লেখা পড়ে আমার ভালো লাগে, তখন আমি সেই লেখাটা সামুর ব্লগারদের সাথে শেয়ার করি। শেয়ার মানে আনন্দ ভাগাভাগি করি। সবচেয়ে বড় কথা, যারা আমার নিয়মিত পাঠক তাঁরা আমার প্রথম লাইন বা শিরোনাম পড়লেই বুঝতে পারেন- কোনটা আমার লেখা বা কোনটা আমার লেখা না। কাজেই তোমরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের নবিজির উপরেও অনেক মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিলো।
ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা-
আমি কোনো অন্যায় করি নি। যে বা যারা মিথ্যা বদনাম রটাচ্ছেন, তাতে আমার কিছুই যাবে আসবে না। আমি আমার বিবেক জাগ্রত রেখেছি। এবং ছোটবেলা থেকেই নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ আমি অন্যায় করবো না। আমি সৎ মানুষ। সৎ জীবনযাপন করছি। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, চিলে কান নিয়ে গেছে, চিলে রপেছনে দৌড়াবেন না। আগে নিজের চোখে দেখুন। বুঝুন। আগে পরের কথা বাদ দিয়ে, কয়েকটা লাইন সিলেক্ট করে কারুকে দোষী সাবস্ত করা যায় না। আরে ছাগলের দল আমার ধারে কাছে আসতে এই জনমে সম্ভব না তোমাদের। আমি অন্য জিনিস। আমাকে চিনতে ভুল করেছো। আমাকে বুঝতে ভুল করেছো। আমার সাথে লাগতে আইসো না। পারবা না। আমি বরিশালের লঞ্চ থেকে নেমে ঢাকা আসিনি। তবে আমি তোমাদের জন্য প্রার্থনা করি। তোমাদের ঈশ্বর তোমাদের মঙ্গল করুক।
যাই হোক, আমার ভরসা জাদিদ ভাই।
এই মানুষটা অন্যের কথায় কান দিবেন না, সেটা আমি জানি। উনি অন্যের কথায় নাচার মানুষ না। উনি চিলের পেছনে দৌড় দেওয়ার মানুষ না। উনার জ্ঞান বুদ্ধি আছে। বিবেক আছে। উনি অন্যায় করবেন না। অতীতেও অন্যায় করেন নি। মানুষটা হাসি খুশি। সহজ সরল। আমি সব সময় আমার লেখাতে চাঁদগাজীর কথা বলি। চাঁদগাজী আমাকে অত্যাধিক স্নেহ করেন। এই জন্য অনেকের গাত্র দাহ করে। আমি সাধারনত জাদিদ ভাইয়ের কথা বলি না। কারন তাহলে অপব্লগারগন ভাববে আমি তেলামি করছি। জাদিদ ভাই আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন। যে আন্তরিকতা দেখিয়েছেন। সেটা ভুলে যাওয়া অন্যায় হবে। জাদিদ ভাইকে বড় ভাই মনে করি। কাজেই তার কাছে অনেক ছাড় ও সহযোগিতা আশা করি। তার কাছে আমার দাবী আছে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬