মরছে মরছে মরছে
প্রতিনিয়ত মানুষ মরছে
ঘরে-বাইরে, হাসপাতালে
সকাল দুপুর কিংবা মধ্যরাতে
যুগ-যুগ ধরে মরছে, মরেই যাচ্ছে।
তবু মানুষ মৃত্যু এবং মরতে ভয় পায়
কত রকম ভাবে যে মরছে মানুষ
বাস চাপায়, গুলি খেয়ে, ক্যানসারে
পানিতে, ট্রেনে, বাইকে, ট্রাকে মরছে
প্রতিটা মৃত্যুই বড় করুন আর কষ্টের।
মানুষের সাথে পাল্লা দিয়ে পশুপাখিও মরছে
মরছে গাছ, মরছে নদী, মরছে পাহাড়-বাগান
জন্মই হয় মৃত্যুর জন্য, সদা মনে রেখ মৃত্যুকে
তাহলে সমস্ত রকম পাপ থেকে বেঁচে থাকা যায়
মরার সময় আফসোস না হয়, ভালো কিছু করো
এই পৃথিবীর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে যেন।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬