বিজয়ের স্বাদ ফিরিয়ে দিতে,
বিজয় দিবস নিজেই এসেছে আজ।
শীতের কনকনে হাওয়ার সাথে-
স্বাগত জানাই বিজয় তোমাকে।
যুদ্ধের অভিশাপ ছিন্ন করে
এসেছে শান্তি এই দিনটিতে।
লাখো শহীদের রক্তের বিনিময়ে,
এই বিজয় 'আজো' আমাদের হাতে।
বাংলার প্রতীক হাতে হাতে নিয়ে-
উল্লাসে মেতেছে বাঙ্গালী আজকে-
শান্তির শ্লোগান মুখে নিয়ে
চল বরণ করি দেশটাকে।
রাখালের হৃদয়ে বিজয়ের সুরে
ফসলের নৃত্য দেখবে না ঘুরে?
এদিকে ওদিকে কে আছো কোথায়?
চলো আজ সবাই এক হয়ে যাই।
আমার সামুতে ব্লগ জীবনের শুরু হয় বিজয় দিবসের এই কবিতাটি দিয়ে। সেদিন ছিল ১৫ ডিসেম্বর- সন্ধ্যা ৬ টা ১৯ মিনিটে। প্রায় ৯ বছর আগে। ১৩৮ বার পঠিত পোষ্টটি। মন্তব্য পেয়েছিলাম পাঁচটি। তুষার লাল শাহা নামে একজন প্রথম মন্তব্য করেন আমার পোষ্টে। তারপর সাদা মনের মানুষ এবং সাঞ্জি সে।
প্রথম পোষ্টটির লিংক
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০