হঠাত একদিন মনে পড়ল- আরে আমার তোলা কদম ফুলের ছবি তো নেই। সেদিনই ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লাম। ঢাকা শহরের অনেক অলি গলি ঘুরেও একটাও কদম গাছ পেলাম না। পরে দেখি, কদম গাছ আমার অফিসের পাশেই আছে।
গাজীপুর, মাওনা বাজার থেকে ছবিটি তুলি। আমি নিজে এই বানরদের এক ডজন কলা কিনে খাইয়েছি।
এই ছবিটি তুলি পতেঙ্গা থেকে। সে এক বিরাট ইতিহাস, পরে কোনো এক সময় ব্লগে লিখব।
বান্দরবান। খুব অনীহা করে ছবিটি তুলেছিলাম। এখন কেন জানি এই ছবি আমার খুবই ভালো লাগে।
বৃক্ষ মেলা থেকে। নানান ব্যস্ততায়ে বছর বৃক্ষ মেলাতে যাওয়া হয়নি।
জায়গাটার নাম এই মুহূর্এতে মনে পড়ছে না। তবে, এয়ারপোর্ট এর পেছনে এই ছবিটি তুলি।
একদিন বৃষ্টির দিনে। আমি আর সে -----
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩