১। মসজিদ নির্মাণের জন্য অর্থ সাহায্য চাইলো মসজিদের ঈমাম। সবার আগে এগিয়ে এলেন এক যৌনকর্মী, বললেনঃ এই নিন দশ হাজার টাকা।
যদিও টাকা আমাদের খুবই প্রয়োজন, - বললো ঈমাম, - তবে নোংরা পথে অর্জিত এই টাকা আমি গ্রহণ করতে পারছি না।
উপস্থিত কয়েকজন মুসল্লি সেই সময় চিৎকার করে বললোঃ নিয়ে নিন, হুজুর ওগুলো আমাদেরই টাকা।
২। বুদ্ধি হওয়ার আগে বহু লোক বিয়ে করে ফেলে !!! লোকে ভুলে যায়, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই । পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এই জন্যেই তো বিবাহ ।
৩। কাঠবিড়ালির চারা লাফায় উঠানে
জানো তার মানে ?
কিছুই জানো না, শুধু কষ্ট পেতে জানো !
৪। কলায় প্রাকৃতিক এন্টাসিড থাকে। বুক জ্বললে একটা কলা খান।
৫। মুসলিম বিদ্বেষ, ঘৃণা এবং আক্রমণেই বঙ্কিমের লেখার মূল চারিত্র্য। অপরদিকে মীর মশাররফ হোসেন-তাঁর সাহিত্যের বিষয়বস্তু মুসলিম ঐতিহ্য থেকে গ্রহণ করলেও তাঁর ভাষা এবং তাঁর প্রকাশে অন্য ধর্ম কিংবা অন্য জাতির প্রতি ঘৃণা ও বিদ্বেষের চিহ্নমাত্র নেই।
৬। গ্রামের মেয়েদের নিজের হাতে সেলাই করা নকশীকাঁথা দেখেছেন ? একটা কাঁথার মধ্যেই মেয়েরা তাদের সারা জীবন তুলে ধরে। কাঁথার মধ্যে ভেসে উঠে- সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালোবাসা-উসাসীনতা, চাওয়া-পাওয়া। সেই হিসেবে প্রতিটা নকশীকাঁথা যেন এক একটা উপন্যাস।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯