কেউ কখনও ভালোবাসা নিয়ে বলেনি,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে বিশ্রাম নাও।
ক্লান্ত আমি, বিষন্ন আমি।
কিন্তু হায়!
আম, জাম, কাঠাল, নারিকেল গাছ,
আরও কত রকমের যে গাছ ছিল!
ক্ষনিকের জন্য বসতে তো চাইতো মন-
কিন্তু একটি স্বজনের আতিথেয়তা যে পেলাম না!
তিলোত্তমা নগরীর মাঝে এক টুকরো স্বর্গ
কিন্তু হায় যাদের জন্য গড়া এই সুবিশাল আয়োজন,
তারাই যে আজ বড় বেশি উদাসীন।
দ্বিপদী জীবের প্রবেশ অধিকার সংরক্ষিত
কিন্তু চতুষ্পদী জন্তু শোভা পায় আলিশান ড্রইংরুমে।
মানবতা থেকে শ্রেনী বৈষম্যই যে প্রকট!
হায়রে মানবতা! যা উচু আর নিচুঁতে করে বিভক্ত।