এক ঢোক আফসোস গিলে বললাম, "ভাবি বয়স ত আর কম হইল না। প্রেম-ট্রেম ত হয় না! আপনার কি কোন ছুট বুইন নাই,যাঁর সাথে আমায় প্রেম করায়া দেবেন?"
প্রত্যুত্তরে আমার গাল টিপে বললেন, "ওরে আমার সোহাগের দেওরা,প্রেম করায়া দেয়া যায় না,কইরা নিতে হয়। বুঝছ?"
আমি বললাম, "তা ঠিকা। কিন্তু দ্যাখেন, আমি যাঁদের পছন্দ করি,খোঁজ-খবর নিয়া জানি, তাঁদের নাঙ থাকবেই থাকবে। প্রেমদেবী প্রতিকূল কি না।"
এইবার ভাবি আমার চুলগুলোতে সেঁতি কেঁটে দিতে দিতে বললো, "ব্যথা লাইগলো গো! আমার এত সুন্দর দেওরার মন যে মাগিরা বুঝল না,তাগোরে দুর্ভাগ্য! তোমার ভাই না থাকলে আমিই তোমার প্রেয়সী হতাম। শুনো, তুমি যে প্রথম দেখায় বা কথায় প্রেমে পড়, এইটা প্রেম না,আবেগ। আগে জাইনা শুইনা তারপর প্রেম পড়া লাগে। ঐযে তোমার ভাই ডাকতাছে,যাইগা।"
বাহ! ভাবি ত দারুণ একটা কথা বলছে, জাইনা শুইনা তারপর প্রেমে পড়া লাগে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২২